• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‘নেইমার-রবিনহো হতে চাই না, আমি রদ্রিগো’

প্রকাশ:  ২৮ জুলাই ২০১৮, ১৩:৫০ | আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১৩:৫৪
স্পোর্টস ডেস্ক

সান্তোস থেকে ব্রাজিলের অখ্যাত তরুণ প্রতিভা রদ্রিগোকে ৪৫ মিলিয়ন ইউরোতে কিনেছে রিয়াল মাদ্রিদ। চুক্তি অনুযায়ী ১৭ বছরের এই তরুণ ৩০ জুন, ২০১৯ অবধি সান্তোসেই থাকবেন। তারপর মাদ্রিদে চলে আসবেন।

এত অল্প বয়সে রিয়ালের মতো নামী ক্লাবে সই করার পর রদ্রিগো জানান, কাউকে অনুসরণ নয়, একদিন নিজের মতো করেই হতে চান বিশ্বসেরা।

মজার ব্যাপার হলো, ১৭ বছরের কিশোরকে কিনতে তার পেছনে দীর্ঘদিন লেগে ছিল বার্সেলোনা-লিভারপুলের মতো ক্লাব। কিন্তু শেষ হাসিটা হেসেছে রিয়ালই।

সান্তোসের হয়ে ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক হয় রদ্রিগোর। অনেকেই তাকে দেখছেন পেলে-রোনালদো ও নেইমারদের উত্তরসূরী হিসেবে। সান্তোষ থেকে উঠে এসেই বিশ্ব মাতিয়েছেন পেলে-রোনালদোরা। শুরুতে আলো ছড়ালেও পরে অবশ্য প্রত্যাশা মেটাতে পারেননি রবিনহো। শুরুতে তাঁকে পেলের সঙ্গে তুলনা করা হতো। রদ্রিগো এ ব্যাপারে সাবধানি। এগোতে চান ধাপে ধাপে। আপাতত প্রথম লক্ষ্যটা পূরণ হয়েছে রদ্রিগোর।

তার ভাষায়, ইউরোপের একটি বড় ক্লাবের সঙ্গে চুক্তি করে আপাতত একটি লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমার লক্ষ্য ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নিয়ে একদিন বিশ্বসেরা হওয়া।

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে ছিটকে পড়তে দেখে তখনই নিজের লক্ষ্যটা ঠিক করে ফেলেছেন রদ্রিগো, ‘ব্রাজিল যেদিন বাদ পড়লো, সেদিন বাবাকে বলেছি, এখন আমাদের অনেক অনুশীলন করতে হবে। কারণ ওখানে (কাতার) থাকতে হবে।’

ব্রাজিলে কোনও নতুন প্রতিভা উঠে এলেই তাকে পেলে-রোনাল্ডোর সঙ্গে তুলনা করা হয়। রদ্রিগোকেও এমন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। তবে তার সাফ কথা, আমি নতুন নেইমার বা রবিনহো হতে চাই না, আমি রদ্রিগো।

/অ-ভি

ব্রাজিল,তরুণ,রদ্রিগো,সান্তোস,রিয়াল মাদ্রিদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close