• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফুটবলে কেরিয়ার শুরু করলেন বোল্ট

প্রকাশ:  ১৯ আগস্ট ২০১৮, ১৩:৫১
স্পোর্টস ডেস্ক

ফুটবলে কেরিয়ার শুরু করতে চলেছেন বিশ্বের দ্রুততম মানব বোল্ট! অস্ট্রেলিয়ান সকার এ লিগে নামতে চলেছেন তিনি৷ সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে এই লিগে খেলতে শনিবার সিডনি পৌছন আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যাথলিট৷

ট্র্যাক অ্যান্ড ফিল্ডকে বিদায় জানানোর পর ফুটবলে কেরিয়ার শুরু করতে চান বোল্ট৷ পেশাদার ফুটবল হওয়াই লক্ষ্য বলে জানান জ্যাম্যাইকান স্প্রিন্টার৷ লস অ্যাঞ্জেলস থেকে ১৪ ঘণ্টার ফ্লাইটে এদিন সিডনিতে আসেন বোল্ট৷ সিডনিতে পা-রেখে সাংবাদিকদের বোল্ট বলেন, ‘এটাই আমার আসল৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের শেষ মৌসুম থেকে আমি ফুটবল খেলতে চেয়েছিলাম৷ আমি জানি আমার ক্ষমতা৷ মেরিনার্সকে ধন্যবাদ৷ কারণ ওরা আমাকে নিজেকে প্রমাণ করার সুযোগ করে দিয়েছে৷’

সম্পর্কিত খবর

    এ লিগে নিজেদের আধিপত্য ফেরাতে বোল্টের সঙ্গে চুক্তি করে দ্য মেরিনার্স৷ যদিও সমালোচকদের মতে পাবলিসিটর জন্যই বিশ্বখ্যাত স্প্রিন্টারকে সই করিয়েছে মেরিনার্স৷ কিন্তু বোল্ট বলেন, ‘সব সময় আমি নিজের সেরাটা দিয়েছি৷ এবারও বিশ্বকে দেখাতে চাই আমি কী করতে পারি৷’ সিডনিতে বোল্টকে স্বাগত জানান সেন্ট্রোল কোস্ট ফ্যানেরা৷ মঙ্গলবারই ৩২ বছরের জন্মদিন পালন করতে চলেছেন বোল্ট৷

    গত কয়েক সপ্তাহ মেরিনার্সের সঙ্গে প্র্যাকটিস করেছেন বোল্ট৷ তবে এর আগে জার্মানি, নরওয়ে এবং দক্ষিণ আফ্রিকায় ফুটবল ট্রেনিং নিয়ে সফল হননি কিংবদন্তি স্প্রিন্টার৷ মেরিনার্স অবশ্য বোল্ট নিয়ে আশাবাদী৷ ২০১৩ শেষবার এ লিগ জিতেছিল মেরিনার্স৷ কিন্তু গত মৌসুমে ১০ দলের টুর্নামেন্টে লাস্ট বয় হয় তারা৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close