• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আবারও টেনিসে মুখোমুখি দুই বোন

প্রকাশ:  ৩১ আগস্ট ২০১৮, ১১:৩৭
স্পোর্টস ডেস্ক

দুই বোন সেরেনা ও ভেনাস উইলিয়ামস একে অপরের ৩০তম বারের মতো মুখোমুখি হচ্ছেন। ইউএস ওপেনের শেষ ষোলোতে ওঠার জন্য লড়বেন একে অন্যের বিরুদ্ধে। ছয়বারের চ্যাম্পিয়ন সেরেনা সহজেই তৃতীয় রাউন্ডে উঠেছেন ৬-২, ৬-২-এ জার্মানির ক্যারিনা উইটহোয়েফটকে হারিয়ে। আর ২০০০ ও ২০০১-এর শিরোপাজয়ী ভেনাস এ নিয়ে ১৭তম বার ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন। তিনি ইতালির ক্যামিলা জিওর্গির বিপক্ষে জয়ী হন ৬-৪, ৭-৫ সেটে।

১৯৯৮ অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম মুখোমুখি হয়েছিলেন দুই বোন সেরেনা ও ভেনাস। ইউএস ওপেনে এটি তাদের ষষ্ঠ বারের মতো মোকাবেলা। ছোট বোন সেরেনা রেকর্ড ২৪তম বার গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ের প্রত্যাশী। তিনি বলেন, ‘শুক্রবারের খেলাটা কঠিন হবে।’

সম্পর্কিত খবর

    ৩৬ বছর বয়সী এই মার্কিন কৃষ্ণকলির কথায়, ‘এই ম্যাচ আমরা পরে খেললে ভালো হতো। বরাবরের মতো আমরা দুই বোন নিজেদের সেরাটা দেব। তাই আমার জন্য উল্লাস করুন। ভেনাসের জন্য উল্লাস করুন।’

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close