• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ইউএস ওপেনে আরেক তারকার ইন্দ্রপতন

প্রকাশ:  ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫০
স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্র ওপেনের শেষ ষোলো থেকে সুইস টেনিস কিংবদন্তি রজার ফেদেরারকে বিদায় করে দিয়েছেন বিশ্বের ৫৫ নাম্বার অবাছাই জন মিলম্যান। অথচ এবার ইউএস ওপেনের ষষ্ঠ শিরোপা জয়ের ফেবারিট ছিলেন ৩৭ বছর বয়সী ফেদেরার। অঘটন বলা না গেলেও ইউএস ওপেনে ইন্দ্রপতন ঘটল আরও একটি। ২০০৬ এর চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাকে প্রি-কোয়ার্টার থেকেই ছিটকে দিলেন নাদালের দেশের কার্লা সুয়ারেজ নাভারো।

বিদায় নিয়েছেন ছেলেদের দশম বাছাই ডেভিড গফিন। তবে বেলারুশ তারকার লড়াই ছিল সপ্তম বাছাই মারিন চিলিচের সঙ্গে। শেষ আটে জায়গা নিশ্চিত করেছেন ষষ্ঠ বাছাই নোভাক জকোভিচ। মেনস ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতের রোহন বোপান্নাও।

তৃতীয় রাউন্ডে নিক কির্গিয়সকে স্ট্রেট সেটে উড়িয়ে দেওয়া ফেদেরার টুর্নামেন্টর অন্যতম ফেভারিট ছিলেন। প্রি-কোয়ার্টারে জিতলে শেষ আটে জকোভিচের মুখোমুখি হওয়ার কথা ছিল রজারের। অথচ প্রথম সেট জিতেও শেষ ষোলের হার্ডলে ফেডেক্স আটকে গেলেন মিলম্যানের কাছে। ৩ ঘণ্টা ৩৪ মিনিটের লড়াই শেষে রজারের প্রতিদ্বন্দ্বী অজি তরুণ ম্যাচ জিতে নেন ৩-৬, ৭-৫, ৭-৬ (৯/৭), ৭-৬ (৭/৩) সেটে।

এপর প্রি-কোয়ার্টারে জকোভিচ ৬-৩, ৬-৪, ৬-৩ সেটে পরাজিত করেন পর্তুগালের জোয়াও সোউসাকে। ক্রোয়েশিয়ান চিলিচ ৭-৬ (৮/৬), ৬-২, ৬-৪ সেটে বিধ্বস্ত করেন গফিনকে। ২১তম বাছাই কেই নিশিকোরি ৬-৩, ৬-২, ৭-৫ সেটে জয় তুলে নেন জার্মানির কোলশ্রেইবারের বিরুদ্ধে।

মেয়েদের প্রি-কোয়ার্টারে শারাপোভা ৪-৬, ৩-৬ সেটে হেরে যান ৩০তম বাছাই স্প্যানিশ তারকা কার্লা সুয়ারেজ নাভারোর কাছে। এছাড়া কোয়ার্টারে উঠেছেন ম্যাডিসন কিজ ও নাওমি ওসাকাও।

ফ্রান্সের রজার ভাসেলিনকে সঙ্গে নিয়ে মেনস ডাবলসের প্রি-কোয়ার্টারে রোহন বোপান্না পরাজিত করেন ফরাসি জুটি জেরেমি চার্ডি ও ফ্যাব্রিস মার্টিনকে। ম্যাচের ফল ইন্দো-ফরাসি জুটির পক্ষে ৭-৬ (৮/৬), ৪-৬. ৬-৩। শেষ আটে বোপান্নারা মুখোমুখি হবেন কলম্বিয়ান জুটি রবার্ট ফারা ও জুয়ান সেবাস্তিয়ান কাবালের।

/অ-ভি

ইউএস ওপেন,তারকা,ইন্দ্রপতন,টেনিস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close