• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মসজিদের টয়লেট পরিষ্কার করলেন লিভারপুল তারকা (ভিডিও)

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৯ | আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৭
স্পোর্টস ডেস্ক

সেনেগালের বাম্বালি গ্রামের ১৯৯২ সালে একজন ইমামের ঘরে জন্ম নেন সাদিও মানে। জেনারেশন ফুট নামের অ্যাকাডেমিতে ফুটবল জীবন শুরু। ২০১১ সালে ফ্রেঞ্চ ক্লাব মেল্টজের হয়ে খেলতে নেমে ইউরোপিয়ান ফুটবলে নাম লেখান মানে। অস্ট্রিয়ান ক্লাব রেড বুলস স্লাজবার্গের হয়ে মাঠ মাতান দুই বছরের জন্য। ২০১২ সালে সেনেগালের জাতীয় দলে অভিষেক হয় তার।

২০১৪ সালে মানের শুরু হয় ইংলিশ প্রিমিয়ার লিগ।তখন তিনি ১১.৮ মিলিয়ন পাউন্ডে সাউথহ্যাম্পটনে যোগ দেন। ২০১৬ সালে মানে লিভারপুলে পাড়ি জমান। ৩৪ মিলিয়ন ইউরোতে পাঁচ বছরের জন্য অ্যানফিল্ডে যোগ দিয়ে হয়ে যান সবচেয়ে দামি আফ্রিকান ফুটবলার।

সম্পর্কিত খবর

    জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে ২০১২ সালের অলিম্পিক, ২০১৫ ও ২০১৭ সালের আফ্রিকান কাপ অব নেশন এবং সবশেষ ২০১৮ বিশ্বকাপে খেলেছেন সাদিও মানে। মাঠে ঢোকার আগে ও পরে দোয়া আর গোল দেয়ার পর মাটিতে সেজদা দেয়ার কারণে বেশ পরিচিত এই ফুটবল খেলোয়াড়।

    গত শনিবার প্রিমিয়ার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামে লিভারপুল। লেইস্টার সিটির বিপক্ষে সেই ম্যাচের ১০ মিনিট সময়ে গোল করেন মানে। এদিন ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

    এরপর ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। খলিল লাহের নামে এক টুইটার ব্যবহারকারীর পোস্ট করা ওই ভিডিওটি এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত সাড়ে ১২ লাখ বারের বেশি দেখা হয়েছে।

    সেই ভিডিওটিতে দেখা যায় একটি মসজিদের টয়লেট ও ওযুখানা পরিষ্কার করছেন সেনেগাল ও লিভারপুলের এই তারকা। লিভারপুলের হেথারলে এলাকার আল রহমা মসজিদে নিয়মিত দেখা যায় লিভারপুলের এই ফরোয়ার্ডকে। সুবিধা বঞ্চিতদের নিয়মিত দান করেন মানে। আর সে জন্য বেশ কয়েকবার খবরের শিরোনামও হয়েছেন লিভারপুলের এই উইঙ্গার।

    / এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close