• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চতুর্থ জাতীয় মহিলা হকি চলতি মাসে

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২০:২০
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশে ক্রিকেট, ফুটবলের পর জনপ্রিয়তার নিরিখে হকিকে রাখা হয়। বাংলাদেশে পুরুষ হকি টুর্নামেন্ট নিয়মিত হলেও নারীদেরটা খুবই অনিয়মিত। সত্তুর দশকে মহিলা হকির পথচলা শুরু হয়। তখন বিভাগীয় পর্যায়ে মহিলা হকি হত। মহিলাদের জাতীয় হকি প্রতিযোগিতার পথচলা খুব বেশি দিনের নয়।

তবে জাতীয় মহিলা হকির শুরু থেকেই আছে ওয়ালটন গ্রুপ। ক্রীড়াবান্ধব এই প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় শুরু হতে যাচ্ছে চতুর্থ জাতীয় মহিলা হকি প্রতিযোগিতা। চলতি মাসের ২৫ তারিখ থেকে আট বিভাগীয় দল নিয়ে মাঠে গড়াবে ‘ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা হকি প্রতিযোগিতা-২০১৮।’

সম্পর্কিত খবর

    প্রতিযোগিতার বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মাহবুব এহসান রানা বলেন, ‘জাতীয় মহিলা হকি শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৫ সেপ্টেম্বর। এই তারিখেই হওয়ার সম্ভাবনা বেশি। এবারের এই প্রতিযোগিতায় আট বিভাগের আটটি দল অংশ নিবে। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন গ্রুপ। তারা সব সময় আমাদের পাশে থাকে।’

    এই টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মূলত জাতীয় মহিলা হকি দল গঠন করতেই এই আয়োজন করা হচ্ছে। এই টুর্নামেন্টে যারা ভালো করবে তাদের নিয়েই বাংলাদেশ জাতীয় মহিলা হকি দল গঠন করা হবে। আমাদের জাতীয় দলের কোচ ও সাধারণ সম্পাদক দেশের বাইরে আছেন। তারা ১৫ তারিখের মধ্যে ফিরবেন। তারা ফিরলে এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। জাতীয় দল গঠন ও মেয়েদের নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করব আমরা।’

    জাতীয় মহিলা হকি টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ওয়ালটন গ্রুপ সর্বদাই নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি এই ধরনের টুর্নামেন্ট হকিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। সে লক্ষ্যেই ওয়ালটন গ্রুপ চতুর্থবারের মতো জাতীয় মহিলা হকিতে পৃষ্ঠপোষকতা করছে। জাতীয় মহিলা হকির শুরু থেকেই আমরা ছিলাম। ভবিষ্যতেও চেষ্টা করব ধারাবাহিকতা ধরে রাখতে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের মহিলা হকির জাতীয় দল গঠন করা হবে। সে দিক দিয়ে এই টুর্নামেন্টের গুরুত্ব ও মহত্ব অনেক।’

    এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close