• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নতুন যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়নের সম্বন্ধে কিছু তথ্য

প্রকাশ:  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৪
স্পোর্টস ডেস্ক

ছ’বারের যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসসের সঙ্গে ফাইনালে নেমেছিলেন জাপানি তারকা নাওমি ওসাকা। সেরেনাকে ২৪ তম গ্র্যান্ড স্লাম খেতাব জিততে দেননি তিনি। ফ্লাশিং মিডোয় আলো জ্বেলেছেন নাওমি।

ফাইনালে সেরেনাকে হারিয়েছেন ৬-২, ৬-৪ সেটে। প্রথম জাপানি টেনিস খেলোয়াড় হিসেবে মেজর জিতে ইতিহাস লিখেছেন নাওমি। এক বছরে চারটি ভিন্ন সিঙ্গল জয়ের কৃতিত্ব গড়া নাওমি শেষ দুই মৌসুমে আটটি খেতাব জিতেছেন। ওপেন এরায় ডব্লিউটিএ ট্যুরে এই প্রথম।

#১৬ অক্টোবর, ১৯৯৭ সালে জাপানের ওসাকাতে জন্মান তিনি। ১৯৯৯-তে সেরেনা প্রথম খেলাব জিতেছিলেন। তখন নাওমির বয়স ছিল দু’বছর।

# ২৩ বারের যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম জেতেন সেরেনা।

# জাপানের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হলেন নাওমি।

# দ্বিতীয় উপমহাদেশের খেলোয়াড় হিসেবে চিনের লি না’র পর কোনও মেজর খেতাব জিতলেন নাওমি।

# নাওমির মা জাপানি, বাবা হাইতির। সেরেনাই তাঁর আইডল।

# ২০১৩ সালে পেশাদার টেনিস শুরু করে নাওমি। তিন বছর বয়সেই নিউ ইয়র্কে চলে আসেন তিনি। এখন ফ্লোরিডার মিয়ামিতে প্রশিক্ষণ নেন তিনি। সাসচা বাজিনের কাছে টেনিসের পাঠ নেন নাওমি। এই সাসচাই সেরেনাকে আট বছর ট্রেনিং দিয়েছেন।

# নাওমি ২০১৪ সালে অকল্যান্ডের ওয়েস্ট ক্লাসিকে ডব্লিউটিএ ট্যুরের প্রথম মেইন-ড্র’তে আসেন। নাওমি স্যাম স্টোসুরকে হারিয়ে আন্দ্রে পেটকোভিচের কাছে হেরে যান।

# ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর প্রথম গ্র্যান্ড স্লাম অভিষেক হয় কোয়ালিফায়ার হিসেব। টুর্নামেন্টের ১৮ তম বাছাই এলিনা সিতোলিনার বিরুদ্ধে প্রথম রাউন্ডে জয় পান। কিন্তু দ্বিতীয় রাউন্ডে প্রাক্তন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারিঙ্কার কাছে হেরে যান তিনি।

# ২০১৬-র এপ্রিলে প্রথমবার কেরিয়ারে প্রথম ১০০-তে আসেন (তারপর প্রথম ৫০-এ আসেন সেই বছরই)।

# গ্র্যান্ড স্লাম তৃতীয় রাউন্ডে ওঠার পরেই ‘নিউকামার অফ দ্য ইয়ার’ তকমা পান তিনি।

# ২০১৮-র মার্চে ইন্ডিয়ান ওয়েলস জিতে প্রথম ডব্লিউটিএ খেতাব পান তিনি। মারিয়া শারাপোভা, ক্যারোলিনা পিলসকোভা ও সিমোনা হালেপের মতো তারকাদের হারিয়েছিলেন তিনি।

# পরের সপ্তাহে মিয়ামিতে সেরেনাকেও ধরাশায়ী করেছিলেন।

# চলতি বছর ১৭ জুলাই কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে আসেন। এই মুহূর্তে ১৯ নম্বরে তিনি। আগামী সোমবার নতুন ক্রমতালিকা প্রকাশিত হওয়ার পর তিনি সাত নম্বরে উঠে আসবেন।

/এস কে

সেরেনা,মারিয়া শারাপোভা,যুক্তরাষ্ট্র ওপেন,চ্যাম্পিয়ন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close