• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

দিবালার সাথে ‘দ্বন্দ্ব’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ

প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩০
স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্র সফর শেষ হলো আর্জেন্টিনার। বিশ্বকাপের পর প্রথমবারের মতো নতুন কোচিং স্টাফদের অধীনে খেলতে নেমেছিল আর্জেন্টিনা ফুটবল দল। রাশিয়া বিশ্বকাপ স্কোয়াড থেকে হাতে গোনা কয়েকজনকে রেখে পুরো দলকে নতুন করে সাজানো হয়। বাদ দেয়া হয় অ্যাঞ্জেলে ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইনদের মতো তারকা খেলোয়াড়দের। অন্যদিকে দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিও সাময়িক অবসরে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেয়া লিওনেল স্কালোনি ভরসা রাখেন মাউরো ইকার্দি ও পাউলো দিবালাদের মতো তরুণ তারকাদের ওপর। যদিও বিশ্বকাপ পরবর্তী প্রথম ম্যাচ গুয়েতামালার বিপক্ষে মাঠে দেখা যায়নি দুজনের এক জনকেও।

সম্পর্কিত খবর

    আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ইনজুরির কারণে ইন্টার মিলানের স্ট্রাইকার ইকার্দি মাঠে নামেননি। অন্যদিকে দলের সঙ্গে দেড়ি করে যোগ দেয়ার কারণে মাঠে নামানো হয়নি দিবালাকে। যদিও সেই ম্যাচে ৩-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর গুঞ্জন শোনা যায় ভারপ্রাপ্ত কোচের সঙ্গে দিবালার দ্বন্দ্ব। আর এই কারণেই ম্যাচে তাকে নামানো হয়নি।

    আজ বুধবার মাঠে নেমেছিল আর্জেন্টাইনরা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হয় আকাশি-সাদা শিবির। এদিন প্রথম একাদশে ছিলেন ইকার্দি। অন্যদিকে ৫৪তম মিনিটের এক্সকুইয়েল প্যালাসিয়োসের জায়গায় দিবালা মাঠে নামেন। শেষ পর্যন্ত ০-০ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

    ম্যাচের পর টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে কথা বলেন স্কালোনি। এক পর্যায়ে দিবালাকে কাছে টেনে নিয়ে তিনি বলেন, আপনাদের মনে হয় আমার সঙ্গে তার ব্যক্তিগত সমস্যা রয়েছে? সে অসাধারণ, নিজের জায়গায় সেরা, তবে চলতি সপ্তাহে পর্যাপ্ত ট্রেনিং করতে পারেনি।

    ৪০ বছর বয়সী এই কোচ আরও বলেন, অবাঞ্ছিত বক্তব্য বন্ধ করুন। আমরা আর্জেন্টিনাকে দূরে ঠেলতে চাই না। সামনে এগিয়ে নিতে চাই। ম্যাচের পর আর্জেন্টিনার সাবেক এই ফুটবলার আরও বলেন, প্রথমার্ধে আমরা বেশ ভালই খেলেছি। কলম্বিয়ার এই দলটি বিশ্বকাপে অসাধারণ পারফরর্ম করেছিল। প্রত্যেকেই জাতীয় দলের হয়ে মাঠে নামতে চায় উল্লেখ করে দিবালা বলেন, আমাদের দলটি বেশ সুন্দর। এখন দরকার সবার সহযোগিতা। আমরা তরুণ হলেও জয় পেতে মরিয়া। এভাবেই এক সঙ্গে এগিয়ে যেতে চাই আমরা।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close