• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক লরিসের জরিমানা

প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৭
স্পোর্টস ডেস্ক

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেফতার হয়েছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিস। পরে জামিন পেলেও শাস্তির বিষয়টি ঝুলে ছিল। বুধবার তার সেই মামলার রায় হয়েছে।

জেলে যেতে হচ্ছে না লরিসকে। তবে বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ককে। সেইসঙ্গে গাড়ি ড্রাইভিংয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাকে।মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় লরিসকে জরিমানা করা হয়েছে ৫০ হাজার পাউন্ড। আর গাড়ি ড্রাইভিংয়ের ওপর নিষেধাজ্ঞা পেয়েছেন ২০ মাস।

সম্পর্কিত খবর

    গত ২৪ আগস্ট লরিস তার বন্ধুদের নিয়ে ডিনার করতে বেরিয়েছিলেন। সঙ্গে ছিলেন বিশ্বকাপজয়ী ফরাসি দলের সতীর্থ অলিভিয়ের জিরু এবং আর্সেনালের ফরাসি তারকা লরেন্ত কোসেলনি।রাত আড়াইটার সময় তার গাড়ি সেন্ট্রাল লন্ডনে আটকে দেয় পুলিশ। ওই সময় লরিস পেট্রল নিচ্ছিলেন। গাড়িতে একাই ছিলেন তিনি। ফরাসি গোলকিপারের মুখে ব্রেথঅ্যানালাইজারা লাগিয়ে পুলিশ নিশ্চিত হয়, তিনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। সোজা তাকে থানায় নিয়ে যাওয়া হয়। ডিএনএ এবং আঙুলের ছাপ নেয়ার পর তাকে লকআপে ঢুকিয়ে দেয়া হয়।

    পরের দিন সকালে জামিনে ছাড়া পান লরিস। তবে জানিয়ে দেয়া হয়, মামলা থেকে মুক্তি মেলেনি, শাস্তি আসবে পরে। এবার সেই শাস্তিই পেলেন ফ্রান্স অধিনায়ক।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close