• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

আমাদের সামর্থ্য বিশ্ব দেখেছে: হংকং অধিনায়ক

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৬
স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে এক প্রকারে উড়েই গিয়েছিল হংকং। সেই দলটিই মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) কিনা কাঁপন ধরিয়ে দিয়েছিল শক্তিশালী ভারতকে! দুর্দান্ত লড়াই করলেও শেষমেষ ইতিহাস গড়া হয়নি তাদের। ২৬ রানে ম্যাচ হেরেছে হংকং।

ভারতের দেওয়া ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৭৪ রান গড়ে সেঞ্চুরির পথেই হাঁটছিলেন নাজাকাত ও অংশুমান। তবে দুর্ভাগ্যের শিকার হয়ে অংশুমান ৭৩ রানে থামলে ভাঙে তাদের জুটি। কুলদীপ যাদবের বলে আউট হওয়ার আগে এই ওপেনার ৯৭ বলের ইনিংসটি সাজান ৪ বাউন্ডারি আর এক ছক্কায়। তবে কষ্টটা বেশি নাজাকাতের। সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে থাকতে আউট হয়ে যান এই ওপেনার। ৯২ রানে তাকে থামান অভিষিক্ত খলিল আহমেদ। ফেরার আগে ১১৫ বলের ইনিংসে খেলে যান ১২ চার ও ১ ছক্কার মার।

এই দুই ব্যাটসম্যান আউটের পর জয়ের সম্ভাবনাও একরকম শেষ হয়ে যায় হংকংয়ের। অভিজ্ঞ ভারত ম্যাচে ফিরে আরও চড়াও হয় তাদের ওপর। শেষ পর্যন্ত অভিজ্ঞতার অভাবে ২৬ রানের পরাজয় বরণ করতে হয় হংকংয়ের।

ম্যাচে জয় না পেলেও হংকং অধিনায়ক আংশুমান রাথ মনে করেন ভারতের বিপক্ষে তারা বিশ্ববাসীকে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আংশুমান বলেন, আজকের (মঙ্গলবার) দিনটা ছিল তিক্তমধুর অভিজ্ঞতা। আমরা বিশ্ববাসীকে দেখিয়েছি যে আমরা কি করতে পারি, আমাদের সামর্থ্য কেমন। তবে এটাও সত্যি যে আমরা ভারতকে হারানোর খুব কাছে ছিল এবং আমাদের ম্যাচটা শেষ করা উচিৎ ছিল। আমরা যদি আরেকটু জোর দিয়ে খেলতে পারতাম তাহলেই হয়তো জয় নিয়ে মাঠ ছাড়তে পারতাম।

এসময় তিনি জানান ক্রিকেটের প্রসারের জন্য সহযোগী দলগুলোকে আরো সুযোগ সুবিধা দেয়া উচিৎ। আরও বেশি ম্যাচ খেলতে দেয়া উচিৎ। এক্ষেত্রে আফগানিস্তানকে উদাহরণ হিসেবে ব্যবহার করেন হংকং অধিনায়ক।

বলেন, আমি মনে করি এটা (হংকংয়ের লড়াই) ক্রিকেটের জন্যই ভালো দিক ছিল। আপনি যদি আফগানিস্তানের দিকে দেখেন তাহলে ওরাও কিন্তু ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আমাদের মতই ছিল। মাঝেমাঝে বড় দলগুলোকে চমকে দিত, বাকি সময় হতাশাজনক ছিল। সেখান থেকে পর্যাপ্ত প্রকাশ পেয়ে তারা আজকের অবস্থানে এসেছে। আমি মনে করি সহযোগী দেশগুলোকে এমন ভাবে নিজেদের প্রকাশ করার সুযোগ দেয়া উচিৎ।

/অ-ভি

সামর্থ্য,বিশ্ব,হংকং,অধিনায়ক,এশিয়া কাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close