• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইউরো আয়োজনের জন্য তুরস্ক ঝুকিপূর্ণ: উয়েফা

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৯
স্পোর্টস ডেস্ক

শোনা যাচ্ছে ২০২৪ সালের ইউরো যৌথভাবে আয়োজন করবেন তুরস্ক ও জার্মানি। এ নিয়ে চলতি মাসের ২৭ সেপ্টেম্বর চূড়ান্ত ঘোষণা দিবে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিংবডি (উয়েফা)।

তবে চূড়ান্ত ঘোষণার আগেই তুরস্কে ইউরো আয়োজনে ঝুঁকি রয়েছে বলে দাবি করেছে উয়েফা। কারণ হিসেবে হিউম্যান রাইটস, হোটেল সংঙ্কুলান, ট্রান্সপোর্ট এবং অবকাঠামোগত বিভিন্ন বিষয়ের প্রতি আঙ্গুল তুলেছে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিংবডি।

প্রসঙ্গত, এখনো পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলের কোনো বড় আসরের আয়োজন করেনি তুরস্ক। তবে ইউরো টুর্নামেন্ট আয়োজকের দৌড়ে জার্মানির সঙ্গে অনেক দূর এগিয়েছে দেশটি।

এদিকে তুরস্কে ইউরো আয়োজন নিয়ে সম্প্রতি উয়েফার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, দেশটি তিন মহাদেশের কেন্দ্রে অবস্থিত। সেখানে ইউরোর আয়োজন করলে দর্শক সমাগাম বাড়বে। এজন্য দেশটি অনুপ্রাণিত হতে পারে। তবে সেখানে কিছু ঝুঁকি রয়ে গেছে। তুরস্ক চাইলে ২০২৪ সাল নাগাদ তাদের বিশেষ পরিকল্পনার মাধ্যমে এই টুর্নামেন্ট আয়োজন করতে পারবে।

/রবিউল

উয়েফা,তুরস্ক,ইউরো
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close