• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

যুক্তরাষ্ট্র মাতালো এই বাংলাদেশি ক্রিকেটার

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২০
স্পোর্টস ডেস্ক

ক্রিকেটের কল্যাণে মাশরাফি, সাকিব আর তামিম ইকবালরা বিশ্বজুড়ে পরিচিত। এবার নিজের বোলিং ক্যারিশমা দিয়ে যুক্তরাষ্ট্র মাতালেন বাংলাদেশি এক কিশোর। নিউজার্সি অঙ্গরাজ্যের ‘ক্রিকম্যাক্স একাডেমী’র হয়ে উত্তর আমেরিকায় ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়াচ্ছে ১৭ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভুত স্বপ্নীল রায়।

ইতিমধ্যে স্বপ্নীল যুক্তরাষ্ট্রের নিউজার্সি, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড,আটলান্টা, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে নিজের ক্রীড়া নৈপূণ্য দেখিয়েছে। স্বপ্নীলের পরিবার জানায়, নয় বছর বয়সেই পার্কিংলটে বাবা ও প্রতিবেশী দলপিত প্যাটেলের কাছে ক্রিকেটে হাতেখড়ি হয় তার। ভারতীয় কয়েকজন ক্রিকেট কোচের অধিনে প্রশিক্ষণ নিয়েছে স্বপ্নীল।

সম্পর্কিত খবর

    ক্যারিয়ারের শুরুতে ‘ক্রিকম্যাক্স একাডেমী’র অনূর্ধ্ব-১২ দলের হয়ে নজর কারেন স্বনীল। তার বলিং নৈপূণ্যে একের পর এক ম্যাচ জিততে থাকে ক্রিকম্যাক্স একাডেমী। ক্লাবটির অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে সবকটি বয়স ভিত্তিক দলের (অনূর্ধ্ব বারো, তেরো, চৌদ্দ ও ষোল) নিয়মিত সদস্য হিসাবে খেলেছে স্বপ্নীল।

    ২০১৭ সালে মেরিল্যান্ডে অনুষ্ঠিত ক্যাপিটাল ইয়ুথ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ এ অসাধারন বোলিং নৈপুন্য প্রদর্শন করে স্বপ্নীল সেরা বোলার হিসাবে পুরস্কৃত হয়। এছাড়া ২০১৭ সালে ‘ইস্ট কোস্ট ইয়ুথ ক্রিকেট লীগ অনূর্ধ্ব বারো’ এ ছয়টি খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে স্বপ্নীল তাক লাগিয়ে দেয় এবং লীগের সেরা বোলারের খেতাব অর্জণ করে।

    ২০১৭ সালে আটলান্টিক রিজিওন দল এর খেলোয়াড় হিসাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে বেশ প্রশংসিত হয় স্বপ্নীল। দলের উদ্বোধনী বোলার হিসাবে সফল স্বপ্নীলের মনযোগ এখন ব্যাটিং এ। কোচদের নিবিড় পরিচর্যায় নিজেকে অলরাউন্ডার হিসাবে তৈরি করছে সে।

    এডিসনের উডরো উইলসন মিডল স্কুলের সপ্তম গ্রেডের মেধাবী ছাত্র স্বপ্নীল রায় জানায়, যুক্তরাষ্ট্র বা বাংলাদেশের অনূর্ধ্ব ঊনিশ জাতীয় ক্রিকেট দলে খেলতে চাই আমি।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close