• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০১৮, ২০:৩৬
স্পোর্টস ডেস্ক

কিছুদিন আগেই দুবাইয়ে এশিয়া কাপ জিতেছে রোহিত শর্মার ভারত।রবিবার(৭অক্টোবর) যুব এশিয়া কাপও জিতল ভারতের যুবারা। ঢাকায় শ্রীলঙ্কাকে ১৪৪ রানে হারিয়ে অনূর্দ্ধ-১৯ এশিয়া কাপ জিতল ভারত।

জয়ের নায়ক রাজধানী নয়াদিল্লির বাঁ-হাতি স্পিনার হর্ষ ত্যাগী। শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ১০ ওভারে ৩৮ রান দিয়ে ছয় উইকেট তুলে নেন তিনি। ৩০৫ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা কখনই স্বস্তিতে ছিল না। হর্ষের স্পিনে নাজেহাল হয়ে ৩৮.৪ ওভারেই ১৬০ রানে শেষ হয় তারা।

সম্পর্কিত খবর

    টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে তিন উইকেটে ৩০৪ তুলেছিল ভারতের যুবারা। ওপেনার যশস্বী জয়সওয়াল করেন ৮৫। প্রথম উইকেটে অনুজ রাওয়াতের (৫৭) সঙ্গে ১২১ রান যোগ করেন তিনি। অধিনায়ক সিমরন সিংহ অপরাজিত থাকেন ঝোড়ো ৬৫ করে। আক্রমণাত্মক থাকেন আয়ুশ বাদোনিও (অপরাজিত ৫২)। সিমরন ও আয়ুশ অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৫৫ বলে যোগ করেন ১১০ রান। দলকে পৌঁছে দেন তিনশোর ওপাশে।

    সংক্ষিপ্ত স্কোর:

    ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৩০৪/৩ (জয়সওয়াল ৮৫, রাওয়াত ৫৭, পাদিক্কাল ৩১, সিমরান ৬৫*, বাদোনি ৫২*; কালানা পেরেরা ১/৫৫, সেনারত্নে ১/৪৫, ওয়েলালাগে ১/২৪)

    শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.৩ ওভারে ১৬০ (নিশান ফার্নান্দো ৪৯, নিপুন পেরেরা ১২, সুরিয়াবান্দারা ৩১, কালানা পেরেরা ০, নুভানিদু ফার্নান্দো ৪, পারানাভিথানা ৪৮, ওয়েলালাগে ৭, মালিঙ্গা ০, মেন্ডিস ১, সেনারত্নে ১, দুলশান ২*; মোহিত ১/১৮, দেশাই ২/৩৭, হার্শ ৬/৩৮)

    ফল: ভারত অনূর্ধ্ব-১৯ দল ১৪৪ রানে জয়ী

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close