• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বকাপের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা

প্রকাশ:  ১০ অক্টোবর ২০১৮, ১৮:০৮
স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে দাপটের সঙ্গেই মূল পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।চলতি বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে বসতে যাচ্ছে নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে।

বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার(১০ অক্টোবর) সালামার নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের বাইরেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ৪ জনকে।

সম্পর্কিত খবর

    ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আসরটি শেষ হবে ২৪ নভেম্বর। আসরের প্রথম দিনেই মাঠে নামবে টাইগ্রেসরা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্টইন্ডিজ। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। তাদের সঙ্গে একই গ্রুপে স্বাগতিকরা ছাড়াও আছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল।

    গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি:

    ৯ই নভেম্বর: বাংলাদেশ বনাম ওয়েস্টইন্ডিজ

    ১২ই নভেম্বর: বাংলাদেশ বনাম ইংল্যান্ড

    ১৪ই নভেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

    ১৮ই নভেম্বর: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

    বাংলাদেশ নারী দল: সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মণ্ডল ও শারমিন আকতার সুপ্তা।

    স্ট্যান্ডবাই: শারমিন সুলতানা, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন, সুলতানা খাতুন।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close