• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

নতুন ক্লাবের অফার পেলেন বোল্ট

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৮, ১৪:২৮ | আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৪:৩৫
স্পোর্টস ডেস্ক

ফুটবল কেরিয়ারে গোলের খাতা খোলার কয়েক দিনের মধ্যেই নতুন ক্লাবের অফার পেলেন উসাইন বোল্ট৷ চলতি মাসের ১২ অক্টোবর মার্কারথার সাউথ ওয়েস্টের বিরুদ্ধে প্রীতি ম্যাচে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে জোড়া গোল করেন বোল্ট৷ ম্যাচের তৃতীয় ও চতুর্থ গোলটি বিশ্বের দ্রুততম মানবের৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের পর পেশাদার ফুটবলে শুরুটা দারুণ করেন বোল্ড৷

৫৫ মিনিটে বিপক্ষের বক্সে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-পায়ের জোরালো শটে জাল কাঁপান বোল্ট৷ ৬৮ মিনিটে ম্যাচের শেষ গোলটিও বোল্টের৷ রক্ষণের ভুলের সহজ সুযোগ নিয়ে গোল করে যান ‘বিদ্যুৎ মানব।’

সম্পর্কিত খবর

    বোল্টের জোড়া গোল দেখে ইতিমধ্যেই তাঁকে দলে নিতে ঝাঁপাতে শুরু করেছে নতুন ক্লাব৷ এবার মাল্টার এক ক্লাব আনুষ্ঠানিকভাবে ৩২ বছরের ‘স্প্রিন্ট কিং’কে তাঁদের ক্লাবে খেলার জন্য অফার করেছে৷ দু’বছরের জন্য চুক্তি করতে চেয়েছে ক্লাব ভাল্লেত্তা এফসি৷

    বর্তমানে অস্ট্রলিয়ার এ লিগ ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলছেন বোল্ট৷ অ্যাথলেটিক্সকে থেকে অবসর নেওয়ার পর ফুটবলার হওয়ার ছোটবেলার ইচ্ছার কথা প্রকাশ করেন উসেইন৷ এরপরই শুরু তাঁর ফুটবল কেরিয়ার৷ বোল্টের ফুটবলার কেরিয়ারের শুরুটা হয় সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে৷ যদিও অস্ট্রেলিয়ার ক্লাবের সঙ্গে বিদ্যুৎ মানবের আনুষ্ঠানিক কোনও চুক্তি নেই৷

    স্প্রিন্টার হিসেবে কেরিয়ার শেষের পর ৩২ বছরের বোল্ট কতটা ফিট থাকবেন, ফুটবল মহলে সেই প্রশ্নই উঠতে শুরু করে৷ বোল্ট কিন্তু প্রমাণ করে দিচ্ছেন স্রেফ ছোটবেলার ইচ্ছেপূরণ করতেই নয়, স্প্রিন্টার হিসেবে সাফল্যের শিখড়ে ওঠার পর ফুটবলার হিসেবে এবার তিনি প্রতিষ্ঠিত হতে চান৷

    /এস কে

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close