• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বুমরাহকে নকল করে ৫ বছরের পাকিস্তানি ফ্যান ভাইরাল(ভিডিও)

প্রকাশ:  ২২ অক্টোবর ২০১৮, ১৬:১৩ | আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৬:১৭
স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে দুরন্ত সাফল্য৷ আসন্ন অজি সফরে তরতাজা রাখতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা৷ কিন্তু তবুও খবরের কাগজে জায়গা করে নিলেন জসপ্রীত বুমরাহ৷ সৌজন্যে ৫ বছরের পাকিস্তানি ফ্যান৷

এবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দু-দু’বার খেলেছে ভারত৷ দু’বারই ‘পাক বধ’ করেছে টিম ইন্ডিয়া৷ দারুণ বোলিং করে খুদে পাক ফ্যানের মন জয় করেছেন ভারতের ইয়র্কার স্পেশালিস্ট৷ এশিয়া কাপে চার ম্যাচে বুমরাহ নিয়েছিলেন ৮টি উইকেট৷ গড় ১৬৷ বুমরাহর ডেলিভারি নকল করে বোলিং করতে দেখা গেল এক খুদে পাকিস্তান ফ্যানকে৷তার বয়স মাত্র ৫৷ কিন্তু তাতে কী! বুমরাহর অদ্ভুত অ্যাকশন নকল করল সে৷ টুইটারে সেই ভিডিও আপলোড করে লেখা হয়েছে, বুমরাহ…পাঁচ বছরের এক পাক কিড আপনার বড় ফ্যান৷ সম্প্রতি এশিয়া কাপে আপনার বোলিং অ্যাকশন দেখে তা নকল করে ডেলিভারি করার চেষ্টা করছে৷

সম্পর্কিত খবর

    টুইটারে এই ভিডিও দেখার পর দ্রুত তা উত্তর দিয়েছেন বুমরাহ৷ উচ্ছ্বাস প্রকাশ করে ভারতের ইয়র্কার স্পেশালিস্ট বোলার জানিয়েছেন, ‘অসাধারণ অভিজ্ঞতা! আমার অ্যাকশন কেউ নকল করছে দেখে ভালো লাগছে৷ ছোট বেলায় আমিও আমার ক্রিকেটীয় হিরোদের নকল করতাম৷ এটা দেখে ভালো লাগছে যে, এখন কেউ আমাকে নকল করছে৷’ গুজরাটের এই ডানহাতি পেসার এখন পর্যন্ত ৬ টেস্টে ২৮টি উইকেট, ৪১টি ওয়ান ডে ম্যাচে ৭২টি উইকেট এবং ৪৩টি উইকেট নিয়েছেন ৩৫টি টি-২০ ম্যাচে৷

    ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ওয়ান ডে-র সিরিজ শুরু হয়েছে রবিবার৷ বুমরাহ না-থাকায় ভারতীয় পেস বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন উমেশ যাদব৷ উমেশের সঙ্গে রয়েছেন মহম্মদ শামি এবং খলিল আহমেদ৷

    পাঁচ বছরের পাক ফ্যানের বুমরাহকে নকল করার ভিডিও…

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close