• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away
Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away
Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away

অলরাউন্ডার আশরাফুলের ঝলমলে ইনিংস

প্রকাশ:  ০৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৫
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মোহাম্মদ আশরাফুল আলো ছড়িয়েছেন। পূর্বাঞ্চলের হয়ে খেলতে নেমে শুরুতে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ৬৪ রানের এক ঝলমলে ইনিংস খেলেছেন আশরাফুল।

বিসিএলের সপ্তম আসরে ফর্মহীনতার জন্য শুরুতে মোহাম্মদ আশরাফুলকে দলে নেয়নি কেউই। তবে শেষ পর্যন্ত ইসলামী ব্যাংক ইস্ট জোন চুক্তি করেছে আশরাফুলের সঙ্গে। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে খেলতে নেমে শুরুটা করেছেন শূন্য রানে।

সম্পর্কিত খবর

    তবে দ্বিতীয় ইনিংসে বল হাতে নেন চার উইকেট। ৩২৬ রানের জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি পূর্বাঞ্চলের। দলীয় ২৫ রানেই তারা হারিয়ে ফেলে দুই ওপেনার রনি তালুকদার ও শামসুর রহমানেরকে।

    এরপর মাহমুদুল হাসানকে নিয়ে জুটি গড়েন আশরাফুল। তৃতীয় উইকেট জুটিতে দুজন যোগ করেন ১০৩ রান। শহিদুলের বলে আশরাফুল ব্যক্তিগত ৬৪ রানে আউট হলে ভাঙ্গে এই জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পূর্বাঞ্চলের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫১ রান। জয়ের জন্য তাদের এখনো প্রয়োজন ১৭৫ রান, হাতে ৭ উইকেট।

    /এস কে

    Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away
    close
    Error!: SQLSTATE[HY000]: General error: 2006 MySQL server has gone away