• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ওয়ানডে অভিষেক হচ্ছে সিলেট স্টেডিয়ামের

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:৪২ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:৫৬
স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি আর টেস্টের পর এবার ওয়ানডে ম্যাচের অভিষিক্ত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শুক্রবার(১৪ ডিসেম্বর) বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ হবে এই স্টেডিয়ামে। এছাড়া সিরিজের একটি টি-টোয়েন্টি ম্যাচও হবে এই মাঠে।

২০১৪ সালের ১৭ মার্চ টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষিক্ত হয় চায়ের দেশের এই স্টেডিয়ামটির। এরপর বিপিএল, আন্তর্জাতিক টি-টোয়েন্টিসহ বহু ম্যাচ মাঠে গড়িয়েছে। তবুও সিলেটবাসীর অপেক্ষা ছিল ওয়ানডে এবং টেস্ট ম্যাচের। গত নভেম্বর মাসে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে টেস্টেও অভিষেক হয় দেশের একমাত্র গ্রিন গ্যালারি থাকা স্টেডিয়ামটির। আর শুক্রবারের(১৪ ডিসেম্বর) ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডেতে অভিষিক্ত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

সম্পর্কিত খবর

    এদিকে সিলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ দু'দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। বলা যায় সিরিজের ফাইনাল ম্যাচ। আগের দুটি ম্যাচের একটিতে বাংলাদেশ অপরটি ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতায়। তাই, এই ম্যাচের ওপর নির্ভর করবে কার হাতে উঠবে সিরিজের শিরোপা।

    ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি খেলতে বুধবার (১২ডিসেম্বর) রাতেই সিলেটে পৌঁছেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close