• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সৌম্য'র ঝড়ো ফিফটি

প্রকাশ:  ১৪ ডিসেম্বর ২০১৮, ১৮:২২
স্পোর্টস ডেস্ক

সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। বোলিংয়ের পর ব্যাটিংয়ের শুরুটাও বেশ ভালো ভাবেই শুরু করে তামিম-লিটন। এই দুইজনের ওপেনিং জুটিতেই ৪৫ রান তোলে টাইগাররা। লিটন ফিরে গেলে ব্যাটিংয়ে আসেন সৌম্য সরকার।ক্যারিয়ারে নিজের সপ্তম অর্ধশতক তুলে নিয়েছেন সৌম্য। অর্ধশতক পূর্ণ করতে ৬৭ বল খেলে চারটি ছয় ও তিনটি চারের সাহায্যে ৬৩ রান করেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১২৮ রান। ৬৫ রানে তামিম ও সৌম্য সরকার ৬৩ রানে ব্যাট করছেন ।

সম্পর্কিত খবর

    এর আগে,দলীয় ৪৫ রানে ব্যক্তিগত ২৩ রানে লিটন ফিরে যান। পুল করতে গিয়ে কিমো পলের বলে পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। ।

    সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলপতি মাশরাফির সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেন বোলাররা। মিরাজের এ পর্যন্ত ক্যারিয়ার সেরা বোলিংয়ে শুরু থেকেই ধুঁকতে থাকে সফরকারীরা। মিরাজ ২৯ রানে এক মেডেনসহ চার উইকেট, সাকিব ও মাশরাফি দুই উইকেট করে নেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ১৯৮ রান সংগ্রহ করে উইন্ডিজ।

    সংক্ষিপ্ত স্কোর-

    ওয়েস্ট ইন্ডিজ ইনিংস: ১৯৮/৯ (৫০ ওভার) (চন্দরপল হেমরাজ ৯, শাই হোপ ১০৮*, ড্যারেন ব্রাভো ১০, মারলন স্যামুয়েলস ১৯, শিমরন হেটমায়ার ০, রোভম্যান পাওয়েল ১, রস্টন চেজ ৮, ফ্যাবিয়ান অ্যালেন ৬, কিমো পল ১২, কেমার রোচ ৩, দেবেন্দ্র বিশু ৬*; মোস্তাফিজুর রহমান ০/৩৩, মেহেদী হাসান মিরাজ ৪/২৯, সাকিব আল হাসান ২/৪০, মাশরাফি বিন মর্তুজা ২/৩৪, মোহাম্মদ সাইফউদ্দিন ১/৩৮, মাহমুদউল্লাহ রিয়াদ ০/১৪)।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close