• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

নেতৃত্বের শীর্ষে উঠে মাশরাফির অনুভূতি

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৮, ১১:৩১ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৩:৩২
স্পোর্টস ডেস্ক

মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের হয়ে অনেক রেকর্ড করেছেন।সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস করে একসঙ্গে দুটি রেকর্ডের মালিক হয়েছেন নড়াইল এক্সপ্রেস।খেললেন নিজের ক্যারিয়ারের ২০২তম ম্যাচ। কিন্তু দেশের হয়ে ২০০তম। মাশরাফি খেলোয়াড় হিসেবে যেমন দলে অপরিহার্য, অধিনায়ক হিসেবে তো সেরাদের সেরা।

সম্পর্কিত খবর

    একইসঙ্গে অধিনায়ক হিসেবেও অনন্য এক রেকর্ড গড়েছেন মাশরাফি। এ নিয়ে ৭০তম ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিলেন তিনি, বাংলাদেশি কোনো অধিনায়কের যেটি সর্বোচ্চ।এই রেকর্ড ম্যাচে ৮ উইকেটে জয় পায় টিম টাইগার। এই জয়ের পরে টাইগার অধিনায়ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভ্যারিফাইড পেইজে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

    যা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো :

    "আজকের প্রাপ্যর অনুভতিটা একটু অন্যরকম। আজকে আমি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে খেলেছি আমার ৭০ তম ম্যাচ। আমি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার কাছে। আমি আরও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক দলনেতাদের প্রতি। যাদের দেখানো পথে হেঁটে আমি এতদূর আসতে পেরেছি। গাজি আশরাফ ভাই, মিনহাজুল আবেদিন নান্নু ভাই, আকরাম খান ভাই, আমিনুল ইসলাম বুলবুল ভাই, নাইমুর রাহমান ভাই, খালেদ মাসুদ ভাই, খালেদ মাহমুদ ভাই, হাবিবুল বাশার সুমন ভাই, রাজিন সালেহ, মোহাম্মাদ আশরাফুল এবং আমার বর্তমান দুই সহযোদ্ধা সাকিব আল হাসান ও মুশফিকুর রাহিম। আমি আরো কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের সকল মানুষকে যাদের ভালবাসা আর অনুপ্রেরণা না পেলে আমি এতদূর আসতে পারতাম না। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে পারি দিতে চাই বাকীটা পথও। দোয়া করবেন সবাই।"

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close