• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শচিনের রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

প্রকাশ:  ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:৩৭
স্পোর্টস ডেস্ক

ব্র্যাডম্যানের দেশে বিরাটের ব্যাটিং রাজত্ব প্রত্যাশিত ছিল৷ দ্বিতীয় টেস্টেই তা করে দেখালেন ক্যাপ্টেন কোহলি৷ পারথের অপটাস স্টেডিয়ামে সকালে লিটল মাস্টারের রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি৷ অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৬টি টেস্ট সেঞ্চুরি করে শচিন টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করলেন বিরাট৷ শচিন ও বিরাটের অস্ট্রেলিয়ার মাটিতে ছ’টি টেস্ট সেঞ্চুরি রয়েছেন অ্যালেস্টার কুক, ডেভিড গাওয়ার এবং ক্লাইভ লয়েডের৷ তবে বিদেশি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির নজির রয়ছে স্যার জ্যাক হবসের৷ ৯টি সেঞ্চুরি করেছেন ইংল্যান্ড কিংবদন্তির৷

সম্পর্কিত খবর

    রবিবার লাঞ্চের আগেই টেস্ট ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরির স্বাদ পান কোহলি৷ মিচেল স্টার্ককে স্ট্রেট ড্রাইভে বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরিতে পৌঁছন ভারত অধিনায়ক৷ সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি করে লিটল মাস্টারের সঙ্গে একই আসনে বসেন কোহলি৷ শেষবার ২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচটি সেঞ্চুরি করে সুনীল গাভাস্কারকে ছুঁয়েছিলেন বিরাট৷ সামনে ছিলেন কেবল শচিন৷ অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির মালিক ছিলেন মাস্টার ব্লাস্টার৷ ছ’টি টেস্ট সেঞ্চুরি ছিল লিটল ডনের ঝুলিতে৷ অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ হলেও পারথ দ্বিতীয় টেস্টেই সচিনকে ধরে ফেলেন বিরাট৷

    শচিনের মতো প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে পা-দিয়েই টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন বিরাট৷ ২০১১-১২ প্রথমবার অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সদস্য ছিলেন কোহলি৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টেস্ট সিরিজে ভারত হোয়াইটওয়াশ হলেও একটি টেস্টে সেঞ্চুরি করেছিলেন দিল্লির এই তরুণ তুর্কি৷ অ্যাডিলেড ওভালে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন বিরাট৷

    শচিন ও প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে টেস্ট সেঞ্চুরির মুখ দেখেছিলেন৷ লিটল মাস্টারের প্রথম অস্ট্রেলিয়া সফর ছিল ১৯৯১-৯২ মৌসুমে৷ মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে টেস্ট অভিষেকের তিন বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় গিয়ে নিজের জাত চিনিয়েছিলেন এই মারাঠি৷ সেবার দু’টি সেঞ্চুরি করেছিলেন৷ সিডনিতে ১৪৮ এবং পারথে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার৷ কেরিয়ারে মোট পাঁচবার অস্ট্রেলিয়া সফর করেছেন শচিন৷ দ্বিতীয়বার ১৯৯৯-২০০০ মৌসুমে একটি সেঞ্চুরি করেছিলেন৷ মেলবোর্নে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন লিটল মাস্টার৷

    এ নিয়ে তৃতীয়বার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলছেন কোহলি৷ শেষবার ২০১৪-১৫ মৌসুমে অজি বোলারদের বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব দেখিয়েছিলেন বিরাট৷ চার টেস্টের সিরিজে ভারত ০-২ হারলেও চারটি সেঞ্চুরি এসেছিল বিরাটের ব্যাট থেকে৷ অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্টেই জোড়া শতরান করেছিলেন কোহলি৷ ধোনির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট৷ ভারত ৪৮ রানে টেস্ট হারলেও ১১৫ ও ১৪১ রানের ইনিংস খেলেছিলেন কোহলি৷ তার পর মেলবোর্ন টেস্টে ১৬৯ এবং সিডনিতে ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন বিরাট৷ এসসিজি-তে সেঞ্চুরি করেই গাভাস্করকে ছুঁয়েছিলেন দিল্লির এই ডানহাতি ব্যাটসম্যান৷ সেই সফরে চারটি সেঞ্চুরি-সহ বিরাটের ব্যাট থেকে এসেছিল ছ’শোর বেশি রান৷

    চলতি সফরে অ্যাডিলেডে ভারত টেস্ট জিতলেও বিরাটের ব্যাট থেকে এসেছিল মাত্র ৩ ও ৩৪ রান৷ কিন্তু পারথে প্রথম ইনিংসেই ১২৩ রানের ঝকঝকে ইনিংস খেলে শচিনকে ছোঁয়ার পাশাপাশি ভারতকে মজবুত জায়গায় পৌঁছে দেন৷ ২৫৭ বলের ইনিংসে ১৩টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মারেন কোহলি৷ ব্যক্তিগত ৮২ রানে এদিন খেলা শুরু করে দ্রুত সেঞ্চুরিতে পৌঁছে যান বিরাট৷ তবে লাঞ্চের ঠিক আগে কামিন্সের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ভারত অধিনায়ক৷ কোহলির ইনিংসের ভূয়সি প্রশংসা করেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাংগুলি৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close