• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লায়নের ৫ উইকেটে ২৮৩ রানে গুটিয়ে গেল ভারত

প্রকাশ:  ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:৪৭ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:৪৮
স্পোর্টস ডেস্ক

পার্থে আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামেন। দিনের শুরুতেই ৫১ রানে অপরাজিত থাকা রাহানেকে ফেরান অজি স্পিনার নাথান লায়ন। এরপর হনুমা বিহারিকে সাথে নিয়ে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক বিরাট কোহলি। এর মাঝে তুলে নেন নিজের ২৫ তম টেস্ট শতক। যা, স্যার ডন ব্র্যাডম্যানের পরে সবচেয়ে কম ইনিংস খেলে ২৫ টি সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি। পেছনে ফেলেছেন তারই এক সময়ের সতীর্থ কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে।

সম্পর্কিত খবর

    ৫০ রানের জুটি গড়ে হনুমা বিহারি প্যাভিলিয়নের পথ ধরেন। বেশি সময় টিকতে পারেননি বিরাট কোহলি। ব্যক্তিগত ১২৩ রানে প্যাট কামিন্সের শিকার হয়ে ফেরেন তিনি। এরপরই শুরু হয় লায়ন ম্যাজিক। একে একে বিদায় নেন লোয়ার অর্ডারে ব্যাটসম্যানরা। মাঝে কিছুটা সময় ঋসভ পন্থ বোলারদের উপর চড়াও হলেও, লায়নের বোলিংয়ে পন্থও টেকেননি বেশি সময়। ব্যক্তিগত ৩৬ করে লায়নের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমের পথ ধরতে হয় তাঁকে। অস্ট্রেলিয়ার ৩২৬ রানের বিপরীতে প্রথম ইনিংসে ভারত থামে ২৮৩ রানে।

    টেস্ট ক্যারিয়ারে ১৪তম বারের মত ৫ উইকেটের দেখা পেয়েছেন নাথান লায়ন। তাঁকে বোলিংয়ে সঙ্গ দিয়েছেন ২টি করে উইকেট পাওয়া জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক এবং ১টি উইকেট পাওয়া কামিন্স।

    ৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। এই প্রতবেদন লেখা পর্যন্ত দলটির সর্বশেষ সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১১ রান।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close