• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

প্রথম টি-২০তে হারলো বাংলাদেশ

প্রকাশ:  ১৭ ডিসেম্বর ২০১৮, ১৫:১১ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৫:২২
স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। অধিনায়ক সাকিব আল হাসানের অর্ধশতকের উপর ভর করে ১২৯ রান করে টাইগাররা। ১৩০ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলে সফরকারী ব্যাটসম্যানরা।১০.৫ ওভারে ৮ উইকেটের বিশাল জয় তুল নিয়েছে ক্যারিবীয়রা।

ক্যারিবিয়ানরা ব্যাটিংয়ে নেমে প্রথম তিন ওভারেই ৫০ রান করে ফেলে। এরপর হোপ ঝড়ে ৮ ওভারেই দলীয় ১০০ রান পূরণ করে তারা। টানা দুই ওয়ানডেতে শতক হাঁকানো হোপ ১৭ বলেই নিজের অর্ধশতক করেন এই ক্যারিবীয়ান ব্যাটসম্যান।

সম্পর্কিত খবর

    বাংলাদেশের বোলারদের উপর তাণ্ডব চালায় ওয়ানডে সিরিজে দুই শতক হাঁকানো হোপ। অবশেষে ২৩ বলে ৫৫ রান করে মাহমুদউল্লার বলে আউট হণ তিনি। ছক্কা হাঁকাতে গিয়ে মুস্তাফিজের তালুবন্দি হন হোপ। এর আগে চতুর্থ ওভারে লুইসের উইকেট তুলে নেন সাইফউদ্দীন।

    বাংলাদেশের ইনিংসে শুরু থেকেই আসা যাওয়ায় যোগ দেন ব্যাটসম্যানরা। শুরুতে ফিরে যান তামিম ও লিটন। একই ভাবে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার। প্রতিবারের মতো সমর্থকরা আশায় বুক বেঁধেছিলেন মুশফিক ও সাকিবের ব্যাটে। কিন্তু রান আউটে কাটা পড়ে ফিরে যান মুশফিক। রান করতে পারেননি রিয়াদও।

    ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝে কেবল ব্যতিক্রম ছিলেন সাকিব। ৪৩ বলে ৮ চার ও দুই ছক্কায় ৬১ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার।কোটরেল। চার ওভারে ২৮ রান দিয়ে তুলে নিয়েছেন চার উইকেট। এছাড়া কিমো পল নিয়েছেন ২ উইকেট।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close