• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ম্যাথুজ-মেন্ডিসে দারুণ দিন শ্রীলঙ্কার

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০১৮, ২২:০৮
স্পোর্টস ডেস্ক

ওয়েলিংটন টেস্টে দারুণ একটি দিন পার করল শ্রীলঙ্কা। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ম্যাচের চতুর্থ দিন কোনও উইকেট হারায়নি লঙ্কানরা। ম্যাচের অবস্থা দাঁড়িয়েছে হাতে ৭ উইকেট রেখে দ্বিতীয় ইনিংসে আর মাত্র ৩৭ রানে পিছিয়ে চন্ডিকা হাথুরুসিংহের দল। তৃতীয় দিন শেষে যেখানে তাদের ছিল ইনিংস পরাজয়ের শঙ্কা, সেখানে চতুর্থ দিন শেষে উল্টো লিড নেয়ার আশা।

এর আগে ল্যাথামের বিশ্বরেকর্ডময় ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৫৭৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে ২৯৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২০ রান তুলতেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে পিছিয়ে থাকে ২৭৬ রানে।

সম্পর্কিত খবর

    চতুর্থ দিন সারাদিন খেলে দলের সংগ্রহকে ৩ উইকেটেই ২৫৯ রানে পৌঁছে দিয়েছেন দুই ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও কুশল মেন্ডিস। পুরো দিনে ৯০ ওভার বোলিং করেও এ জুটিকে টলাতে পারেননি টিম সাউদি, ট্রেন্ট বোল্টরা।

    তৃতীয় দিন ব্যাট করতে নেমেই মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। দানুশকা গুনাথিলাকা ৩, দিমুথ করুনারাত্নে ১০ ও ধনঞ্জয় ডি সিলভা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

    সেখান থেকে জুটি গড়ে দলকে স্বস্তিজনক অবস্থায় নিয়ে এসেছেন ম্যাথিউজ ও মেন্ডিস। দুজনই তুলে নিয়েছেন নিজেদের ব্যক্তিগত সেঞ্চুরি। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে ১১৬ রানে অপরাজিত মেন্ডিস, নবম সেঞ্চুরি করা ম্যাথিউজের সংগ্রহ ১১৭ রান।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close