• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

সাকিবের ডিমেরিট পয়েন্ট

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ১২:৩৭
স্পোর্টস ডেস্ক

সিলেটে সোমবারের (১৭ ডিসেম্বর) ম্যাচে আইসিসির আচরণ বিধির লেভেল ওয়ান ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় এই শাস্তি পান সাকিব। এতে বাংলাদেশের অধিনায়কের নামের পাশে যুক্ত হলো একটি ডিমেরিট পয়েন্ট। ২০১৬ সালের সেপ্টেম্বরে চালু হওয়ার পর এনিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন সাকিব। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে একটি ডিমেরিট পেয়েছিলেন তিনি।

সম্পর্কিত খবর

    ঘটনা বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারে। একটি বলে আম্পায়ার ওয়াইড না দেয়ায় প্রথমে চিৎকার করে অসন্তোষ জানান ওই সময় স্ট্রাইকে থাকা সাকিব। পরে আম্পায়ারের সঙ্গে এনিয়ে অনেকক্ষণ কথা বলতে দেখা যায় তাকে।

    ম্যাচ শেষে সাকিব তার অপরাধ ও শাস্তি মেনে নিয়েছেন। তাতে কোনো শুনানির প্রয়োজন হচ্ছে না।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close