• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আর্কিটেক্ট ক্রিকেটারের দাম ৮.৪ কোটি

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ১৩:০৪
স্পোর্টস ডেস্ক

আইপিএলের সেরা চমক৷ এক অনামী ক্রিকেটারের দাম উঠল ৮ কোটি ৪০ লক্ষ টাকা৷ তামিলনাড়ুর এই স্পিনারকে অপ্রত্যাশিত দামে কিনে নিলো প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাব৷ ২০ লক্ষ টাকা নুন্যতম দামে নিলাম শুরু হওয়া বরুণ চক্রবর্তীকে নিয়ে লড়াই হয় শাহরুখ খানের কেকেআর ও প্রীতির কিংস ইলেভেনের মধ্যে৷

সম্পর্কিত খবর

    কিন্তু কে এই বরুণ চক্রবর্তী? তামিলনাড়ুর এই স্পিনারের ক্রিকেটে হাতেখড়ি ১৩ বছর বয়সে৷ ১৭ বছর বয়স পর্যন্ত উইকেট-কিপার ব্যাটসম্যান হিসেবে খেলতেন৷ কিন্তু তার পর এজ-গ্রুপ ক্রিকেট টুর্নামেন্টে সুযোগ না-পেয়ে খেলা ছেড়ে পড়াশোনায় মন দেন বরুণ৷ চেন্নাইয়ের এসআরএম ইউনিভার্সিটি থেকে আর্কিটেক্টারের পাঁচ বছরের ডিগ্রি কোর্স করেন৷ তার পর ফ্রিল্যান্স আর্কিটেক্ট হিসেবে কাজ শুরু করেছিলেন৷ কিন্তু পাশাপাশি চালিয়ে যান টেনিস বল ক্রিকেট৷ ১৮ গজে টেনিস বল ক্রিকেটে দ্রুত নাম করেন বরুণ৷

    তার পর কাজ ছেড়ে যোগ দেন ক্রমবেস্ট ক্রিকেট ক্লাবে৷ তখন বরুণ ছিলেন একজন পেসবোলার অল-রাউন্ডার৷ কিন্তু হাঁটুর চোটের জন্য পেস বোলার থেকে হয়ে যান স্পিনার৷ তার স্পিনের বাইশ গজে বিব্রত হন ব্যাটসম্যানরা৷ ভেরিয়েশনের জন্য তাকে মিস্ট্রি স্পিনার বলতে শুরু করেন অনেকেই৷ চোট সারিয়ে ওঠার পর চেন্নাই লিগের ফোর্থ ডিভিশন ক্লাব জুবলি ক্রিকেট ক্লাবে সই করেন বরুণ৷ ২০১৭-১৮ মৌসুমে সাত ম্যাচে ৩১টি উইকেট নিয়ে সাড়া ফেলে দেন বরুণ৷ ওয়ান ডে ফর্ম্যাটে তার ইকনমি রেট ৩.০৬৷ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের হাতটাও মন্দ নয় বরুণের৷

    অনিল কুম্বলের ফ্যান বরুণের ভেরিয়েশন দেখে অবাক হবেন বিশ্বের তাবড় তাবড় স্পিনাররা৷তার হাতে রয়েছে সাতরকম ভেরিয়েশন৷ অফ-স্পিন, লেগ-ব্রেক, গুগলি, ক্যারাম বল, ফ্লিপার, টপসস্পিন এবং স্ল্যাইডার আর্ম ইয়র্ক৷

    কিন্তু তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলার পর প্রচারের আলোয় আসেন ২৭ বছরের এই স্পিনারের৷ টানা দু’ বছর টিএনপিএলে সাফল্যের পর তামিলনাড়ু দলে ডাক পান বরুণ৷ গত মাসে হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জি অভিষেক হয় মিস্ট্রি স্পিনারের৷ একটি মাত্র প্রথমশ্রেণির ম্যাচ খেললেও তামিলনাড়ুর হয়ে ৯টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন বরুণ৷ চলতি বছর বিজয় হাজারে ট্রফিতে দ্বিতীয় সেরা উইকেট-টেকার হন এই তামিল স্পিনার৷ বিজয় হাজারে ট্রফিতে ২২টি উইকেট নেন বরুণ৷

    প্রথমবার আইপিএল মঞ্চে আবির্ভাব হলেও ভারতীয় বোর্ডের মিলিয়ন ডলার বেবি টুর্নামেন্টের সঙ্গে আগেই পরিচয় ঘটেছে তামিল এই স্পিনারের৷ চেন্নাই সুপার কিংসের নেট বোলার হিসেবে বোলিং করেছেন বরুণ৷ সিএসকে-কেকেআর ম্যাচের আগে ধোনিদের নেটে বোলিং করার সময় নাইট অধিনায়ক দীনেশ কার্তিকের নজর আসেন তিনি৷ কার্তিকই বরুণকে নাইটদের নেট বোলিং করার জন্য ডেকে নেন৷ বরুণ বলেন, ‘নেটে ধোনি, রায়নাকে বোলিং করায় টি-২০ ফর্ম্যাটে ব্যাটসম্যানদের মাইন্ডসেট বুঝতে অসুবিধা হয়নি৷ তারপর দু’ সপ্তাহ ধরে নাইটদের নেটে বোলিং করেছি৷ সে সময় সুনীল নারিনের কোচ কার্ল ক্রো-এর কাছে স্পিনের বেশ কিছু টিপস পায়৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close