• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভারতেই হবে দ্বাদশ আইপিএল

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০১৯, ১২:৫৯
স্পোর্টস ডেস্ক

ভোটের ময়দানে টক্কর দিতে রাজি ভারতীয় ক্রিকেট বোর্ড৷ চলতি বছরে লোকসভা ভোটের মধ্যেই ভারতে অনুষ্ঠিত হবে দ্বাদশ আইপিএল৷ মঙ্গলবার(৮ জানুয়ারি) এমনটাই ঘোষণা করা হয় বিসিসিআই-এর তরফে৷

লোকসভা ভোটের সঙ্গে আইপিএলের সূচির সংঘাত বাধতে পারে, এই আশঙ্কায় অতীতের মতো ভারত থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিদেশে সরিয়ে নিয়ে যাওয়ার কথা প্রাথমিকভাবে বিবেচনা করছিল বোর্ড৷ তবে পরবর্তী সময়ে ফ্র্যাঞ্চাইজিদের চাপেই দেশের মাটিতে আইপিএল আয়োজনে মরিয়া ছিল বিসিসিআই৷

সম্পর্কিত খবর

    সেই মতো সাধারণ নির্বাচনের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলির সঙ্গে আলোচনা চালায় ভারতী ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ আলোচনার নির্যাস বিশ্লেষণ করে সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত নেয় ভোটের বাজারে ভারতেই দ্বাদশ আইপিএল আয়োজন করার৷

    ঠিক হয়, ২৩ মার্চ থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর৷ চূড়ান্ত সূচি অবশ্য এখনও তৈরি করা হয়নি৷ বিসিসিআই-এর তরফে বিজ্ঞপ্তি মারফৎ আইপিএল ভারতেই অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে সূচি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে৷ এবছর এপ্রিল-মে মাস নাগাদ লোকসভা ভোট হওয়ার ইঙ্গিত মিলছে৷ তাই যদি হয় নির্বাচনের ভরা মৌসুমে বাজার ধরতে হবে আইপিএলকে৷ ভারতীয় বোর্ড অবশ্য চ্যালেঞ্জ নিতে প্রস্তুত৷

    এর আগে দু’বার সাধারণ নির্বাচনের জন্য আইপিএল সরে গিয়েছিল বিদেশে৷ ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হত বিসিসিআই-এর ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট৷ পরে ২০১৪ সালে আইপিএলের প্রথমার্ধ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমীর শাহীতে৷ এবারও বিকল্প কেন্দ্র হিসাবে ইউএই’র কথা ভেবে রেখেছিল ভারতীয় বোর্ড৷ তবে বিসিসিআই-এর ঘোষণার পর তার আর প্রয়োজন পড়বে বলে মনে হয় না৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close