• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

গ্র্যান্ড স্ল্যামের ৩০০ ম্যাচে জোকারের সহজ জয়

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:০২ | আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:০৫
স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারে ৩০০ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে সহজ জয় পেলেন নোভাক জকোভিচ৷ সেই সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌছলেন বিশ্বের এক নম্বর সার্বিয়ান টেনিস তারকা৷ তবে মহিলা সিঙ্গলসে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন প্রাক্তন চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজেরেঙ্কা৷ কষ্টার্জিত জয় পেয়েছেন মহিলাদের শীর্ষ বাছাই সিমোনা হ্যালেপ৷

মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জোকারের প্রতিদ্বন্দ্বী ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩০ নম্বর মিচেল ক্রুয়েগার৷ রড লেভার এরিনায় মার্কিন প্রতিদ্বন্দ্বীকে স্ট্রেট সেটে (৬-৩,৬-২,৬-২) হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন জকোভিচ৷ টানা ১৩ বছরে কোনও কোয়ালিফায়ারের বিরুদ্ধে জিততে বেগ পেতে হয়নি জোকার-কে৷ গ্র্যান্ড স্ল্যামের তিনশো ম্যাচে ২৫৯তম জয় পেলেন সার্বিয়ান তারকা৷ পাশাপাশি রেকর্ড সংখ্যক সাতবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে দারুণ শুরু করলেন জোকার৷

সম্পর্কিত খবর

    গত মৌসুমটাও দারুণ গিয়েছিল জকোভিচের৷ জুনে বিশ্বের প্রথম ২০ জনের মধ্যে ছিলেন না তিনি৷ কিন্তু মৌসুমের শেষ দু’টি গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন ও ইউএস ওপেন জিতে নভেম্বরে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের জায়গাটা ফিরে পান জোকার৷ নতুন মৌসুমের শুরুটাও দারুণ হল জকোভিচের৷ এদিন সহজ জয় পেলেও দ্বিতীয় রাউন্ডে অবশ্য কঠিন প্রতিদ্বন্দ্বীর সামনে সার্বিয়ান তারকা৷ তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে জকোভিচের সামনে রয়েছেন ফরাসি খেলোয়াড় জো-উইলফ্রায়েড সঙ্গা৷

    ২০০৮-এ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে এই সঙ্গাকে হারিয়েই প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পেয়েছিলেন জকোভিচ৷ ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সঙ্গা প্রসঙ্গে বলেন, জো-কে আমি সম্মান করি৷ এই কোর্টেই আমরা আবার মুখোমুখি হব৷ আমি এ দিকেই তাকিয়ে রয়েছি৷ হাঁটুর অস্ত্রোপচার করিয়ে প্রায় সাত মাস পর কোর্টে ফিরেছেন সঙ্গা৷ সোমবার টুর্নামেন্টের প্রথম দিন রজর ফেডেরার ও রাফায়েল নাদাল সহজে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেও প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন প্রাক্তন বিশ্বের এক নম্বর অ্যান্ডি মারে৷

    জকোভিচ সহজ জয় পেলেও মহিলাদের শীর্ষ বাছাই হ্যালেপ কষ্ট করে প্রথম রাউন্ডের গণ্ডি টপকান৷ কাইয়া কানেপির বিরুদ্ধে প্রথম সেট (৬-৭, ৬-৪, ৬-২) হারের পর দারুণ লড়াই করে ম্যাচ জেতেন রোমানিয়ান৷ গত বছর ইউএস ওপেনের প্রথম রাউন্ডে অবাছাই কানেপির কাছে হেরে বিদায় নিয়েছিলেন হ্যালেপ৷ এদিন হ্যালেপ অল্পের জন্য রক্ষা পেলেও প্রথম রাউন্ডের গণ্ডি টপকাতে পারলেন না দু’বারের চ্যাম্পিয়ন আজেরেঙ্কা৷ জার্মানির প্রতিদ্বন্দ্বী লরা সিয়েগেমুন্ডের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন তিনি৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close