• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ফেডেরারকে কঠিন লড়াই দিলেন ১৮৯ নম্বর

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০১৯, ১৬:১৮
স্পোর্টস ডেস্ক

সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে শুরুটা করেছেন দুর্দান্ত ভাবেই। মেলবোর্ন পার্কে উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে স্ট্রেট সেটে হারিয়েছেন প্রথম ম্যাচেই। বুধবার রাউন্ড অফ ৬৪’র ম্যাচেও স্ট্রেট সেটে জয় তুলে নিলেন বিশ্বের তিন নম্বর। তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ফেডেরারকে বেগ দিয়ে গেলেন বিশ্বের ১৮৯ নম্বর ড্যান ইভান্স। ২ ঘন্টা ৩৫ মিনিটের লড়াইয়ে ম্যাচের ফল ডিফেন্ডিং চ্যাম্পিয়নের পক্ষে ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৫), ৬-৩।

সম্পর্কিত খবর

    স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নিলেও এদিন প্রথম দুটি সেটের নিষ্পত্তি হল টাইব্রেকারে। দুরন্ত ইভান্স কঠিন লড়াই ছুঁড়ে দিলেন প্রাক্তন বিশ্বের পয়লা নম্বর তথা ২০ বারের গ্র্যান্ডস্লাম জয়ীকে। ম্যাচ শুরুর আগে ব্রিটিশ ইভান্সের কঠিন লড়াই হয়তো ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি সুইশ তারকা। নিষিদ্ধ ড্রাগ সেবনের দায়ে একবছর ব্যান থাকার পর প্রতিদ্বন্দ্বীর দুরন্ত লড়াইকে কুর্নিশ জানালেন ফেডেরার। সুইশ কিংবদন্তির কথায়, একসময় মনে হচ্ছিল আমি যেন আমার প্রতিচ্ছবির সঙ্গে লড়াই করছি।

    অন্যদিকে ফেডেরারকে কঠিন লড়াই ছুঁড়ে দিয়েও খুশি নন ওয়ার্ল্ড নম্বর ১৮৯। ব্রিটিশ তারকার কথায়, ‘ভাল প্লেয়ারদের বিরুদ্ধে কোর্টে নেমে খেলাটা অনেক সহজ। কারণ প্রত্যাশার চাপ অনেক কম থাকে। কিন্তু ফেডেরারের বিরুদ্ধে জয়ের প্রত্যাশী হয়েই কোর্টে নেমেছিলাম আমি।’ জানালেন ইভান্স।

    প্রথম দুটি সেটে জয়ের জন্য ফেডেরারকে এদিন টাইব্রেকার পর্যন্ত লড়াই করতে হয়। প্রথম সেটে এদিন সুইশ তারকাকে এক ইঞ্চিও জমি ছাড়েননি প্রাক্তন বিশ্বের ৪১ নম্বর। সমানতালে লড়াই ছুঁড়ে দিয়ে প্রথম সেট টাইব্রেকার অবধি নিয়ে যান ইভান্স। কিন্তু টাইব্রেকারে টানা চারটি পয়েন্ট খুঁইয়ে প্রথম সেট হেরে বসেন এই ব্রিটিশ। তবে এদিন দুই প্রতিদ্বন্দ্বীর দুরন্ত র‍্যালির সাক্ষী থাকে রড লেভার এরিনা। প্রথম সেটে ফলাফল ফেডেরারের পক্ষে ৭-৬ (৭-৫)।

    দ্বিতীয় সেটেও তুল্যমূল্য লড়াই ছুঁড়ে দেন ইভান্স। টাইব্রেকারে ৭-৩ ব্যবধানে হেরে দ্বিতীয় সেট হাতছাড়া করেন তিনি। যদিও এরপর তৃতীয় সেটে ফেডেরারের সংহার মূর্তির সামনে দাঁড়াতে পারেননি ব্রিটেনের চার নম্বর টেনিস তারকা। মারে বিদায়ের পর অস্ট্রেলিয়ান ওপেনে ইভান্সকে নিয়েই বুক বেঁধেছিলেন ব্রিটেনের টেনিস অনুরাগীরা। কিন্তু ৩-৬ ব্যাবধানে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিশ্চিত হয় ড্যান ইভান্সের। অন্যদিকে ইভান্সকে হারিয়ে শুক্রবার তৃতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজের মুখোমুখি হবেন ফেডেরার।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close