• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিলেটের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে ঢাকা

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০১৯, ১৪:২৫ | আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৪:৪০
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আজ সিলেট সিক্সার্সের মুখোমুখি হয়েছে শীর্ষে থাকা দল ঢাকা ডায়নামাইটস।এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নার।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি শুরু হয় দুপুর দুটায়। শুক্রবার অন্যান্য দিনের চেয়ে আধা ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। এখন পর্যন্ত চলতি আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস। যদিও সবশেষ ম্যাচটি রাজশাহী কিংসের বিপক্ষে হেরে যায় সাকিব আল হাসানের দল। তবুও পাঁচ ম্যাচ খেলে ৪টিতেই জয় পেয়েছে দলটি।সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি এবং মাছরাঙা চ্যানেল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান।

সম্পর্কিত খবর

    অপরদিকে সিলেট আছে পয়েন্ট টেবিলের তলানির দিকে। ৭ দলের মধ্যে সিলেটের অবস্থান ষষ্ঠ। ৫ ম্যাচ খেলে দুটিতে জয় পায় ডেভিড ওয়ার্নারের দল।

    ঢাকায় টানা চার ম্যাচে জয় পাওয়া ঢাকা ডায়নামাইটস সিলেটে বুধবার প্রথম ম্যাচে রাজশাহী কিংসের কাছে পরাজিত হয়। এবারের আসরে এটি তাদের প্রথম হার। দিনের শেষ ম্যাচে সিলেট সিক্সার্স শক্তিশালী রংপুর রাইডার্সকে হারিয়ে লিগে পায় দ্বিতীয় জয়। পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ঢাকা। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে সিলেটের অবস্থান ষষ্ঠ স্থানে।

    আগের ম্যাচ জিতে উজ্জ্বীবিত সিলেট সিক্সার্স আজকের ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায়।অপরদিকে শেষ ম্যাচের পরাজয় ভুলে জয়ে ফিরতে চায় ঢাকা।

    সিলেট সিক্সার্স একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নিকোলাস পুরান, আলোক কাপালি, আফিফ হোসেন, জাকের আলী, তাসকিন আহমেদ, সন্দীপ লামিচানে, আল আমিন-হোসেন ও মোহাম্মদ ইরফান।

    ঢাকা ডাইনামাইটস একাদশ: সুনীল নারাইন, মিজানুর রহমান, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাঈম শেখ, আন্দ্রে রাসেল, নুরুল হাসান (উইকেটরক্ষক), অ্যান্ড্রিউ বির্চ, রুবেল হোসেন, দারউইশ রাসুলি ও আলিস আল ইসলাম।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close