• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অস্ট্রেলিয়ায় মাইলস্টোনে ধোনি

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০১৯, ১৯:২৬
স্পোর্টস ডেস্ক

সিডনিতে মন্থর ইনিংসের জন্য সমালোচনায় বিদ্ধ হতে হয়েছিল৷ অজিদের ডেরায় পরের দুই ম্যাচে একেবারে অন্য মেজাজে মহেন্দ্র সিং ধোনি৷

অ্যাডিলেডে ম্যাচ জেতানো ইনিংসের পর এদিন মেলবোর্নে ৮৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এমএস সেভেন৷ মেলবোর্নে হাফ সেঞ্চুরি করে এদিন সিরিজে অর্ধ শতরানের হ্যাটট্রিক কর ফেলেন মাহি৷ এটি ধোনির ৭০তম ওয়ান ডে হাফ সেঞ্চুরি৷ ২০১৯ সালে একেবারে অন্য মেজাজে পাওয়া গেল ধোনিকে৷ বছরের প্রথম তিন ওয়ান ডে’তেই হাফ সেঞ্চুরি হাঁকালেন মাহি৷ ২৩১ রান তাড়া করতে নেমে ধোনির ব্যাটেই এদিন চার বল বাঁকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতল ভারতীয় দল৷

সম্পর্কিত খবর

    সেই সঙ্গে এদিন অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে’তে হাজার রান হাঁকানোর মাইলস্টোন টপকালেন ধোনি৷ মেলবোর্নে এদিন ইনিংসের শুরুতেই ধোনির ক্যাচ ফেলেন ম্যাক্সওয়েল৷ মাহি তখন ০ রানে ব্যাটিং করছিলেন৷ পরে ধোনিকে রান আউট করার সুযোগ হাতছাড়া করেন অ্যাডাম জাম্পা৷ ম্যাচে দুবার জীবনদান পেয়ে মাহিকে এদিন আর ফিরে তাকাতে হয়নি৷ তৃৃতীয় উইকেটে কোহলির সঙ্গে ৫৪ রানের পার্টনারশিপের পর চতুর্থ উইকেটে কেদার যাদবের সঙ্গে ১২১ রানের পার্টনারশিপ গড়েন ধোনি৷

    একনজরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে ধোনির রান-

    সিডনি- ৫১ রান, অ্যাডিলেড- ৫৫ রান৷ সিডনি-অ্যাডিলেডের পর এদিনও অর্ধশতরান এল ধোনির ব্যাটে৷ এদিন ৮৭ রানে অপরাজিত থাকলেন ভারতীয় ক্রিকেটের মিস্টার কুল৷

    এক নজরে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে’তে হাজার রান হাঁকানো ভারতীয় ব্যাটসম্যানদের তালিকা-

    শচিন টেন্ডুলকার

    রোহিত শর্মা

    বিরাট কোহলি

    মহেন্দ্র সিং ধোনি

    অ্যাডিলেডে ধোনির মেগা ইনিংস দেখে মাহি বন্দনায় ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’ বলেছিলেন সেহওয়াগ৷ নবাব অফ নজফগড় যে খুব একটা ভুল বলেননি সেটা আরও একবার প্রমাণ করে দিলেন ধোনি৷ সেই সঙ্গে ব্যাটেই সমালোচকদের যোগ্য জবাব দিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের মিস্টার কুল৷ কোহলির বিশ্বকাপ দলে ধোনি কেন অপরিহার্য ফের বুঝিয়ে দিলেন প্রাক্তন অধিনায়ক৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close