• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কঠিন লক্ষ্য তাড়া করে সিলেটকে হারাল রংপুর

প্রকাশ:  ১৯ জানুয়ারি ২০১৯, ১৭:২৮ | আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৮:৫৬
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে শনিবার(১৯জানুয়ারি) প্রথম ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও সিলেট সিক্সার্স। সিলেটের দেওয়া ১৯৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের কাছে পৌঁছে যায় মাশরাফির রংপুর। অ্যালেক্স হেলস,এবি ডি ভিলিয়ার্স ও রাইলি রুশোরা ব্যাটের ঝড়ে ৪ উইকেটে জয় তুলে নেয় রংপুর। ইরফান, লামিচানে, তাসকিন, কাপালি ও মেহেদীর ওপর স্টিম রোলার চালালেন তারা। এনে দিলেন কাঙিক্ষত জয়। ১৯৫ রানের টার্গেটে ৪ উইকেটের অসাধারণ জয়ে জয়ের ধারায় ফিরলো মাশরাফি বাহিনী।

শুরুটা ভালো হয়নি রংপুরের। বরাবরই প্রতিপক্ষের জন্য ক্রিস গেইল এক আতঙ্ক। মাঠে নামলেই বোলারদের রীতিমতো কচুকাটা করেছেন। তবে এবার সেই ক্যারিবীয় দানবকে খুজেঁ পাওয়া যাচ্ছে না। বিপিএলের ষষ্ঠ আসরে ভীষণ রান খরায় ভুগছেন তিনি। পাওয়ার প্লের শেষ পর্যন্ত ব্যাট করতে পারছেন না। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন টি-টোয়েন্টি দানব।

সম্পর্কিত খবর

    দ্বিতীয় উইকেটে রাইলি রুশোকে নিয়ে দলের প্রাথমিক ধাক্কা সামাল দেন অ্যালেক্স হেলস। তাঁদের ব্যাটে ভড় করে সামনে চলতে থাকে রংপুর। অলক কাপালির স্পিনে লিটন দাসের অসাধারণ ক্যাচে পরিণত হন তিনি। ফেরার আগে ২৪ বলে ২টি করে চার-ছক্কায় ৩৩ রান করেন তিনি।

    এর পর, ব্যাটিংয়ে আসেন এবি ডি ভিলিয়ার্স। এবি ডিকে সাথে নিয়ে এগিয়ে যান রুশো। দুই প্রোটিয়ার ব্যাটে দুরন্ত গতিতে রান তোলে রংপুর। এ পরিস্থিতিতে তাসকিনের বলে আউট হয়ে ফেরেন ফর্মে থাকা রুশো। এদিনও ফিফটি তুলে নেন তিনি। ৩৫ বলে ৯ চার ও ২ ছক্কায় ৬১ রানের নান্দনিক ইনিংস খেলেন এ প্রোটিয়া।

    সতীর্থকে হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি ডি ভিলিয়ার্সও। তাকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরান তাসকিন। বিপিএলে অভিষেকে করেন ২১ বলে ২টি করে চার-ছক্কায় ৩৪ রান।ভিলিয়ার্স-রুশোর বিদায়ের পর দলের হাল ধরেন মিঠুন ও নাহিদুল। দুইজন মিলে ৪১ রানের জুটি গড়েন। শেষদিকে ফরহাদ রেজার ঝড়ো ৬ বলে ১৮ রানে ৪ উইকেট হাতে রেখে জয় পায় রংপুর রাইডার্স।একটু পর মোহাম্মদ মিথুন ও নাহিদুল ইসলাম ফিরে যান। দুজনেরই শিকারী তাসকিন। মুহূর্তের মধ্যে এই ডানহাতি পেসার ৪ উইকেট তুলে নিলে খেলা জমে উঠে।

    পরে তা সম্ভব করেছেন ফরহাদ রেজা। শেষদিকে মাত্র ৬ বলে ২ চার ও ১ ছক্কায় হার না মানা ১৮ রানে দুর্দান্ত জয় এনে দেন তিনি। তাকে স্ট্রাইক দিয়ে সহযোগিতা করেন মাশরাফি।৬ রানে অধিনায়ক অপরাজিত থাকেন। দুজনের সুবাদে মাত্র ৩ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে চলে যায় দলটি।

    সবাই মনে করছিলেন হয়তো হারিয়ে গেছেন সাব্বির রহমান। বিপিএলের শুরু থেকেই খেলছিলেন এই হার্ডহিটার ব্যাটসম্যান । কিন্তু কিছুতেই যেনো তবে নিজেকে ছন্দে পাচ্ছিলেননা। বার বার চেষ্টা করেও ইনিংসটা বড় করতে পাচ্ছিলেননা। অবশেষে জ্বলে উঠল তার ব্যাট। তাকে যোগ্য সমর্থন দিলেন নিকোলাস পুরান। দুজনে তুললেন রানের ঝড়।সেই ঝড়ের কারণে রংপুরকে ১৯৫ রানের টার্গেট ছুঁড়ে দিলো স্বাগতিক সিলেট।

    এর আগে, টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা । বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে টানা চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামে ঘরের দল সিলেট সিক্সার্স। শনিবার(১৯জানুয়ারি) দিনের প্রথম ও আসরের ২১ তম ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।শুরুটা ভালো হয়নি সিলেটের। ইনিংসের শুরুতেই মাশরাফির শিকার হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। পরে আফিফ হোসেনকে নিয়ে দলের হাল ধরেন সাব্বির রহমান। ভালোই খেলছিলেন তারা হঠাৎই ছন্দ হারিয়ে ফেলেন আফিফ। রাইলি রুশোর অসাধারণ থ্রোতে ব্যক্তিগত ১৯ রানে রানআউটে কাটা পড়েন তিনি।

    একে একে ফিরে যান লিটন, আফিফ ও অভিজ্ঞ ওয়ার্নার।শুধু থেকে যান সাব্বির। একা দলকে টেনে তুলেন তিনি। ঝড়ো ফিফটি তুলে নিয়েছেন তিনি। মাত্র ৩৪ বলে ২ চারের বিপরীতে ৪ ছক্কায় পঞ্চাশ রান পূর্ণ করেন তিনি।

    পরে ডেভিড ওয়ার্নারকে নিয়ে দলকে টেনে তোলেন সাব্বির। প্রথমে নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলেন তারা। জুটি বেঁধে স্ট্রোকের ফুলঝুরি ছোটান ।আর তাতেই বাধে বিপত্তি। মারতে গিয়ে মাশরাফির বলে অ্যালেক্স হেলসকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফেরেন ওয়ার্নার। তাতে ভাঙে ৫১ রানের জমাট জুটি।

    শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৯৪ রানের পাহাড় তৈরি করে সিলেট। ৪৭ রানে অপরাজিত থাকেন পুরান। মূলত শেষদিকে সাব্বিরের চেয়ে বেশি ঝড় তোলেন তিনিই। মাত্র ২৭ বলে ৪ চার ও ৩ ছ্ক্কায় ৪৭ রানের টর্নেডো ইনিংস খেলেন ইনফর্ম এ ক্যারিবিয়ান ব্যাটার।

    সংক্ষিপ্ত স্কোর:

    সিলেট সিক্সার্স ১৯৪-৪ (ওভার ২০)

    সাব্বির ৮৫, পুরান ৪৭*: মাশরাফী ২-৩১

    রংপুর রাইডার্স ১৯৫-৬ (১৯.৩)

    রুশো ৬১, ভিলিয়ার্স ৩৪: তাসকিন ৪-৪২

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close