• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আইপিএলের নিলাম আজ

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০১৮, ১৩:৪১
স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে আজ।

রাজস্থানের জয়পুরে বাংলাদেশ সময় বিকাল তিনটায় নিলামের মধ্য দিয়ে দল চূড়ান্ত করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এবার নিলামের জন্য আবেদন করেছিল ১০০৩ জন খেলোয়াড়। নিলামে তোলা হবে ৩৫০ জন ক্রিকেটারকে। এর মধ্যে ২২৮ জন ভারতীয়।

খেলোয়াড় নিলামের সংক্ষিপ্ত তালিকায় বিদেশি খেলোয়াড়দের তালিকায় বাংলাদেশ থেকে আছেন দুইজন। তারা হলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন। এবারও তাকে দলটি ধরে রেখেছে। মোস্তাফিজুর রহমান আইপিএলে অংশ নিতে অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুশফিকুর রহিমের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। মাহমুদউল্লাহ রিয়াদেরও ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। আইপিএল নিলামে এবার ৯ জন খেলোয়াড়ের সর্বোচ্চ ভিত্তি মূল্য হচ্ছে ২ কোটি রুপি।

তারা হলেন লাসিথ মালিঙ্গা, ব্রেন্ডন ম্যাককলাম, ক্রিস ওয়েকস, কলিন ইনগ্রাম, শন মার্শ, কোরি অ্যান্ডারসন, স্যাম কুররান, অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ডি'আর্কি শর্ট। এই নয়জন খেলোয়াড়ই বিদেশি। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তি মূল্য হচ্ছে জয়দেব উনাদকাতের। তার ভিত্তি মূল্য দেড় কোটি রুপি।

পিবিডি/আরিফ

আইপিএল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close