• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

চলচ্চিত্রাঙ্গনে খুশির জোয়ার

প্রকাশ:  ০৯ ডিসেম্বর ২০১৮, ২১:১৬
বিনোদন ডেস্ক

আগামী ৩০ ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন। দিন যাচ্ছে আর দেশের মানুষের মধ্যে উদ্বেগ-উত্তেজনা বাড়ছে। কারা বসবেন চালকের আসনে?

শোবিজেও নির্বাচনের উত্তেজনার আবেশ ছড়িয়ে গেছে। বিশেষ করে চলচ্চিত্রাঙ্গনে এই উত্তাপ একটু বেশিই। কারণ চলচ্চিত্রের অনেকেই চাইছিলেন, এবারের নির্বাচনে চলচ্চিত্রাঙ্গন থেকেও সংসদে কথা বলার জন্য কেউ থাকুক।

সম্পর্কিত খবর

    সেই লক্ষ্যে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়ন পেয়েছেন আকবর হোসেন পাঠান ওরফে চিত্রনায়ক মিয়া ভাই ফারুক। আর জাতীয় পার্টি (এরশাদ) থেকে বরিশাল-২ আসনের জন্য মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক সোহেল রানা (মাসুদ পারভেজ)।

    ফারুকের আসনে আওয়ামী লীগ থেকে আরও একজনকে প্রাথমিক মনোনয়ন দেয়ায় বেশ চিন্তামগ্ন ছিলেন ফারুক। আর নির্বাচন কমিশন কর্তৃক প্রাথমিক বাছাইয়ে সোহেল রানার মনোনয়ন বাতিল হয়ে যায়। তাই চলচ্চিত্রের অনেকেই বিষয়টি নিয়ে হতাশায় ছিলেন। কিন্তু আপিলে সোহেল রানা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বৈধতা পান এবং আওয়ামী লীগ থেকেও এককভাবে ফারুককে মনোনয়ন দেয়া হয়।

    ফলে এ দুই চিত্রনায়কের চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তিতে চলচ্চিত্রাঙ্গনে বেশ আনন্দের হাওয়া বইছে। এ অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সবাই ফারুক ও সোহেল রানার জন্য ভোট চেয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন।

    চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তিতে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফারুক বলেন, ‘দল আমাকে নির্বাচিত করেছে, এ জন্য দলের প্রতি আমি কৃতজ্ঞ। নেত্রীর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। তিনি আমার ওপর আস্থা রেখেছেন।’

    নিজের নির্বাচনী আসন গাজীপুর-৫ (কালিগঞ্জ) হলেও ফারুক মনোনয়ন পেয়েছেন ঢাকা-১৭ থেকে। এ নিয়ে কোনো জটিলতায় পড়বেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি রাজনীতি থেকে অভিনয়ে এসেছি, তাই মাঠের মানুষ আমাকে চেনেন।’

    এদিকে নির্বাচন প্রসঙ্গে সোহেল রানা বলেন, ‘আসলে প্রার্থিতা, জয়-পরাজয় আল্লাহর হাতে। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি এটাই সত্য। আল্লাহ চাইলে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচিত হলে জনগণের কল্যাণেই কাজ করব।’

    পিবিডি/ইকা

    একাদশ জাতীয় সংসদ নির্বাচন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close