• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

পাবনার ৫টি আসনে ২৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

প্রকাশ:  ১০ ডিসেম্বর ২০১৮, ২১:৫৩
পাবনা প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনে ২৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন এ প্রতীক বরাদ্দ দেন।

পাবনার ৫টি আসনে এখন ভোটের লড়াইয়ে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের পাঁচজন, বিএনপির তিনজন, গণফোরামের একজন, জামায়াতের একজন এবং জাতীয় পার্টির দুইজন প্রার্থী রয়েছেন।

পাবনা-১ আসনে ভোটের লড়াইয়ে থাকছেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগের অ্যাডভোকেট শামসুল হক টুকু, ধানের শীষ প্রতীকে গণফোরামের অধ্যাপক আবু সাইয়িদ, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ছেলে স্বতন্ত্র প্রার্থী নাজিবুর রহমান (আপেল), ইসলামী আন্দোলনের আব্দুল মতিন (হাত পাখা), এনপিপির শাখাওয়াত হোসেন (আম), তরিকত ফেডারেশনের শরিফুল ইসলাম (ফুলের মালা), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মো. জুলহাস নাইন (কোদাল) ও জাতীয় পার্টির সরদার শাজাহান (লাঙল)।

পাবনা-২ আসনে আওয়ামী লীগের আহমেদ ফিরোজ কবির (নৌকা), বিএনপির সেলিম রেজা হাবিব (ধানের শীষ), ইসলামী আন্দোলনের ইউনুস আলী (হাত পাখা) ও তরিকত ফেডারেশনের শামসুর রহমান (ফুলের মালা)।

পাবনা-৩ আসনে মকবুল হোসেন (আওয়ামী লীগ) নৌকা, কেএম আনোয়ারুল ইসলাম (বিএনপি) ধানের শীষ, আব্দুল মুত্তালিব (ইসলামী আন্দোলন) হাত পাখা ও খায়রুল আলম (গণতন্ত্রী পার্টি) কবুতর।

পাবনা-৪ আসনে শামসুর রহমান শরীফ ডিলু (আওয়ামী লীগ) নৌকা, হাবিবুর রহমান হাবিব (বিএনপি) ধানের শীষ, মাওলানা আব্দুল জলিল (ইসলামী আন্দোলন) হাত পাখা ও আব্দুর রশিদ শেখ (এনপিপি) আম।

পাবনা-৫ আসনে গোলাম ফারুক প্রিন্স (আওয়ামী লীগ) নৌকা, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইকবাল হুসাইন (বিএনপি) ধানের শীষ, অধ্যাপক মো. আরিফ বিল্লাহ (ইসলামী আন্দোলন) হাত পাখা, আব্দুল কাদের খান (জাতীয় পার্টি) লাঙ্গল ও আবু দাউদ (এনপিপি) আম।

/এসএফ

পাবনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close