• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নৌকায় ভোট চাইলেন পাপন

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৮, ২০:৩৬
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

স্বাধীনতার স্বপক্ষের দলকে ভোটে বিজয়ী করতে নৌকায় ভোট চাইলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন,অামি রাজনীতি করি ভৈরব-কুলিয়ারচর জনগণের কল্যাণের জন্য। তাই অামার দায়িত্ব ভৈরব-কুলিয়ারচরবাসীর সেবা করা। নৌকায় মার্কায় ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের দলকে বিজয়ী করবেন।

শনিবার বিকেল ৫ টায় উপজেলার অাগানগরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন পাপন।

নাজমুল হাসান পাপন আরও বলেন, ভৈরব-কুলিয়ারচর বাংলাদেশ অাওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত। অামার বাবা সারা জীবন রাজনীতি করেছে ভৈরব-কুলিয়ারচর জনগণের সেবা ও উন্নয়ন করার জন্য। অামি অামার বাবা উত্তরসূরি হিসাবে অনেক কিছু পেয়েছি। অামার কোন চাওয়া নেই।

এর অাগে নাজমুল হাসান পাপন সকালে অাগানগর ইউনিয়নের সকল পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকালে থেকে দুপুর পর্যন্ত গণসংযোগ করে বিকালে জনসভায় যোগ দেন।

অাগানগর ইউনিয়ন চেয়ারম্যান মোমতাজ উদ্দিন সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি অালহাজ্ব মো.সায়দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুসহ দলীয় নেতৃবৃন্দ।

এসময় অাগানগরসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় আওয়ামী লীগে জনসভায় যোগ দেন।

/এসএফ

নাজমুল হাসান পাপন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close