• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||

মাগুরায় আ. লীগের নির্বাচনী ক্যাম্পে ককটেল হামলা, আহত ৩

প্রকাশ:  ১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:০৯
মাগুরা প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে ককটেল হামলা ঘটনা ঘটেছে। এ ঘটনায় আওয়ামী লীগের তিন কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ডিসে্ম্বর) রাতে উপজেলার সীমাখালি বাজারের নৌকার প্রচার ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে একটি কালো মাইক্রোবাসে করে ৪-৫ জন সন্ত্রাসী সীমাখালী বাজারে আওয়ামী লীগের নির্বাচনী অফিসের সামনে এসে ৫/৬ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে মাগুরা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী বীরেন আওয়ামী লীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি অভিযোগ করেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা বোমা হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তার তিন কর্মী আহত হয়েছেন। এলাকাটি জামাত শিবির অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত।

শালিখা থানার ওসি তরিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের অফিসে বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়। কিন্তু ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৪টি বিস্ফোরিত ও ২ টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।

মাগুরা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close