• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কেন্দুয়ায় ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০১৭, ১৯:৫৭
নেত্রকোনা প্রতিনিধি

সরকারি ত্রাণের চাল কালবাজারে বিক্রির চেষ্টা মামলায় নেত্রকোনা কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান মো. আলী আকবর তালুকদার মল্লিককে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার নেত্রকোনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৬ সপ্তাহের জামিন শেষে হাজির হলে আলালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সম্পর্কিত খবর

    মামলার বাদী কেন্দুয়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, চলতী বছরের ২৯ আগস্ট ত্রাণের ১৬ বস্তা চাল আগাম ন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ না করে এ চাল উক্ত চেয়ারম্যানের নিদের্শে ইউনিয়ন পরিষদের গোদাম থেকে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজন বুঝতে পেরে পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানান। পরে ওসি সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকাদিরুল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ১৬ বস্তা চাল জব্দ করেন।

    এ ঘটনায় চেয়ারম্যান সহ ৫ জনকে আসামি করে কেন্দুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়। মামলার ৫ আসামির মধ্যে ১জন পলাতক, ২জন জামিনে মুক্ত এবং ইউপি চেয়ারম্যানসহ ২ জন বর্তমানে কারাগারে রয়েছেন।

    এসএম

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close