• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রকাশ:  ১৯ অক্টোবর ২০১৭, ১৯:০২
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মিজানুর রহমান শিবলু নামের এক ছাত্রলীগ কর্মী।

বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগ কর্মী শিবলু।

সম্পর্কিত খবর

    এসময় তিনি লিখিত বক্তব্যে জানান, গত ১২/১০/১৭ইং তারিখ বৃহস্পতিবার কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে এসে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং দুই দিনের সময় বেঁধে দেয়। চাঁদা দেয়া সম্ভব না হওয়ায় গত ১৪/১০/১৭ইং তারিখ দুপুরে রিপুল ও তার শিবলুর বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে।

    মাথায় অস্ত্র ঠেকিয়ে দোকানের স্যাটার নামিয়ে তালা লাগিয়ে দেয়। স্থানীয় ব্যবসায়ী সমিতি ও থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও পুলিশ তার কোন ব্যবস্থা নেয়নি। এব্যাপারে স্থানীয় দলীয় নেতৃবৃন্দও কোন ব্যবস্থা নিতে পারেননি।

    এসময় তিনি বলেন রিপুলের নির্যাতনে স্বীকার হয়ে তিনি সে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পরে তার ভাই শিবির আহমদকে রিপুলের সন্ত্রাসী দল হত্যা চেষ্টা করে। পরে সে প্রাণভয়ে থানায় আশ্রয় নিয়ে আত্মরক্ষা করে এবং তার পরিবার প্রাণ শঙ্কায় রয়েছে বলে জানান মিজানুর রহমান শিবলু।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close