• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৯৯৯ কলে গাজীপুরে ধর্ষক ফুফাতো ভাই গ্রেফতার

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৭, ০১:৪৬
গাজীপুর প্রতিনিধি

রাত ২টা ৩৯ মিনিটে ৯৯৯ নম্বরে এক নারী ফোন করে জানালেন তার বাকপ্রতিবন্ধী বোনকে ধর্ষণ করা হচ্ছে। জরুরি কল সেন্টার থেকে দ্রুত জয়দেবপুর থানায় বিষয়টি জানালে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার আলাউদ্দিন (৪০) তিন সন্তানের জনক ও ভোলার তজুমদ্দিনের শ্যামপুর এলাকার হোসেন আলীর ছেলে। তিনি বাকপ্রতিবন্ধীর ফুফাতো ভাই।

সম্পর্কিত খবর

    মহানগরীর পূবাইলের হারবাইদ উত্তরপাড়া এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

    স্থানীয়দের ভাষ্যমতে, আলাউদ্দিন ফুফাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসেন। রাতে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। এ সময় তিনি ঘরে একা পেয়ে ওই প্রতিবন্ধীকে (৩০) ধর্ষণ করেন।

    পরে তার পরিবারের লোকজন ঘটনাটি গোপন রাখার চেষ্টা করেন। কিন্তু এক নারী তা জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে জানান। এরপর জয়দেবপুর থানা পুলিশ গিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করে।

    অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেনের ভাষ্য, ওই সেবা চালু হওয়ার পর গাজীপুর থেকে এটি প্রথম কল। কল পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে।

    টোল ফ্রি হিসেবে জাতীয় হেল্প ডেস্ক ‘৯৯৯’ নম্বরে ফোন করে নাগরিকেরা পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স-সেবা নিতে পারবেন। এ জন্য গ্রাহকের কোনো রকম খরচ লাগবে না।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close