• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বীর আব্দুল আলীকে গুণীজন সম্মাননা প্রদান

প্রকাশ:  ১৬ ডিসেম্বর ২০১৭, ০১:৫৪
জামালপুর থেকে জয়ন্ত রিপন

পাগলা ঘণ্টা বাজিয়ে প্রথম প্রতিরোধের জন্য আব্দুল আলীকে গুণীজন সম্মাননা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ভালোবাসি জামালপুর। জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশের কনস্টেবল আব্দুল আলী, ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনসে অবস্থান করছিলেন। পাকিস্তানি বাহিনীর আক্রমণ আঁচ করতে পেরে যোগাযোগ করার চেষ্টা করেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে। তাঁদের না পেয়ে তিনিই বাজিয়েছিলেন ‘পাগলা ঘণ্টা’। ঘণ্টার শব্দ শুনেই সালামি গার্ডে জড়ো হয়েছিলেন পুলিশ সদস্যরা। তারপর অস্ত্রাগারের তালা ভেঙে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তাঁরা। এটিই ছিল মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধের ঘটনা।

সম্পর্কিত খবর

    মো. সজিব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আলী ইমাম দুলাল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান প্রমুখ।

    অনুষ্ঠানে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন মুক্তিযুদ্ধ সম্পর্কে তরুণদের আগ্রহী করা এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করার জন্য ধন্যবাদ জানান। এ ধরনের কর্মসূচির ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান তিনি।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close