• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

প্রধানমন্ত্রীর উপহার ‘বীর নিবাস’ পেলেন বীরঙ্গনা ফুলমতি

প্রকাশ:  ১৮ ডিসেম্বর ২০১৭, ১৯:০৭
গাইবান্ধা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘বীর নিবাস’ পেলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বীরঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও এলজিইডি’র তত্বাবধানে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে উপজেলার উত্তরপাড়ায় সরকারি খাস জায়গার উপর নির্মিত চার রুম (বিদ্যুৎসহ দুইটি বেড রুম, একটি ডাইনিং ও একটি কিচেন) বিশিষ্ট এই নিবাস।

এছাড়া এই নিবাসে আলাদা একটি ল্যাট্রিন, গরু ও মুরগি রাখার জন্য আলাদা ঘরও নির্মাণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

    সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে এই নিবাস বীরঙ্গনা ফুলমতিকে প্রদান করেন গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা মেছের উদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি শাহ্ মো. ফজলুল হক রানা, উপজেলা প্রকৌশলী মাজহারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির প্রমূখ।

    ঘর পেয়ে খুশি রাজকুমারী রবিদাস ফুলমতি বলেন, দেশ স্বাধীনের ৪৬ বছর পর মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি পেয়েছি। আর এখন পেলাম ঘর। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close