• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় ছাত্রীর আত্মহনন

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০১৭, ২১:০৩
মৌলভীবাজার প্রতিনিধি

৩১ ডিসেম্বর ছিল স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল। সহপাঠিসহ বাড়ির সবাই পরীক্ষায় উত্তীর্ণ করলেও ১৬ বছর বয়সি কলির ফলাফল খারাপ হয়। আর এ অভিমানে বাড়ি ফিরে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কলি।

ঘটনাটি ঘটে রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা-১ গ্রামে।

সম্পর্কিত খবর

    কলি একই গ্রামের দিনমজুর আলাল উদ্দিনের মেয়ে।

    স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা আব্বাছ পূর্বপশ্চিমকে জানান, কলি স্থানীয় আলী আমজদ উচ্ছ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় কর্তৃপক্ষ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত করেন। এতে কলির ফলাফল খারাপ হয়। বাড়ি এসে সন্ধ্যার দিকে ঘরের ভিতর উড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

    এডিশনাল এসপি আবু ইউছুফ (কুলাউড়া সার্কেল) জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close