• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

মানিকগঞ্জে বই উৎসবে প্রতিমন্ত্রী

২৯ লক্ষ ৮৮ হাজার ৭ শত ৩৬ নতুন বই বিতরন করা হয়েছে

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০১৮, ১৫:০৯
মোহাম্মদ হাসান ফয়জী, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ ৮৮ নং সরকারী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি

মানিকগঞ্জে বই উৎসবে ২০১৮ শিক্ষা বর্ষের ২৯ লক্ষ ৮৮ হাজার ৭ শত ৩৬ টি নতুন বই বিতরন করা হয়েছে। সোমবার সকাল থেকেই জেলার ৭ টি উপজেলার ৬৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট ২ হাজার ২ শত ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লক্ষ ৮৯ হাজার ৯ শত ২৮ শিক্ষার্থীদের হাতে একযোগে এই নতুন বই বিনা মূলে তুলে দেওয়া হয়।

মানিকগঞ্জ জেলা প্রশাষক নাজমুছ সাদাদ সেলিম জানান, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী বই উৎসবে জেলা মাধ্যমিক, প্রাথমিক ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটি উপজেলায় একযোগে বই উৎসবে শিক্ষার্থীদেও মাঝে বই বিতরণ করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার সকাল থেকে বই উৎসবে বই বিতরণ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানগণ তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় বই উৎসবে ছাত্র- ছাত্রীদের মাঝে বই তুলে দেন।

সম্পর্কিত খবর

    মানিকগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য ও গবেষনা কর্মকর্তা মো.ইমরান হোসেন জানান, জেলার ৭টি উপজেলার ১৫৯টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ২৮টি আলিয়া মাদ্রাসা সহ মোট ১৮৭ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণী পর্যন্ত ১ লক্ষ ৫৪ হাজার ৩ শত ৭১ জন শিক্ষার্থী রয়েছে। সেমাবার ১৮৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় লক্ষাধিক শিক্ষার্থীদের মাঝে ২০ লক্ষ ৪১ হাজার ১ শত ৮৬ টি নতুন বই বিতরন করা হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসি শিখা জানান, মানিকগঞ্জে ৭টি উপজেলায় ৬৪৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। নি¤œ মাধ্যমিক, কিন্ডার গার্ডেন সহ মোট ১ হাজার ২ শত ৬৭ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২ লক্ষ ১০ হাজার ৩ শত ৫৭ জন শিক্ষার্থীদের মাঝে ৯ লক্ষ ১০ হাজার ২ শত নতুন বই বিতরণ করা হয়।

    অপরদিকে মানিকগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের উপ- পরিচালক মো. আব্দুর রউফ জানান, মসজিদ ভিত্তিক গণ শিক্ষা কার্যক্রমের আওতায় জেলার ৭টি উপজেলার ২০১৮ শিক্ষা বর্ষের মোট কেন্দ্র রয়েছে ৭ শত ৭৭টি। এর মধ্যে প্রাক প্রাথমিক কেন্দ্র রয়েছে ৩৭৫, সহজ কোরআন শিক্ষা রয়েছে ৩৯০টি এবং বয়স্ক শিক্ষা কেন্দ্র রয়েছে ১২টি। প্রাক- প্রাথমিক ৩০, সহজ কোরআন শিক্ষার ৩৫ ও বয়স্ক শিক্ষা কেন্দ্রের ২৫ জন করে মোট ২৫ হাজার ২ শ শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীদের মাঝে মোট ৩৭ হাজার ৩ শত ৫০ টি নতুন বই তাদের হাতে তুলে দেওয়া হয়।

    ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. মোরসাল জানান, তাদেও ৭ টি উপজেলার ৬৫ টি ইউনিয়নেও উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন চেয়ারম্যানগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। তাছাড়া সাটুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষার্থীদের হাতে নতুন বই আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

    মানিকগঞ্জ সদরের সরকারী বালক উচ্চ বিদ্যালয় ও ৮৮ নং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দেন স্থানীয় সাংসদ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

    এ উপলক্ষে এক আলোচনা সভায় অন্যনের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রসাশক নাজমুছ সাদাত সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী শিখা, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সুলতানুল আজম আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজিনা আক্তার, মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র -২ আব্দুর রাজ্জাক রাজা, জেলা যুলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক তুষারসহ আরও অনেকে।

    ২ হাজার ২ শত ৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লক্ষ ৮৯ হাজার ৯ শত ২৮ শিক্ষার্থীদের হাতে একযোগে ২০১৮ শিক্ষা বর্ষের ২৯ লক্ষ ৮৮ হাজার ৭ শত ৩৬ টি নতুন বই বিতরন করা হয়। এসময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close