• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঝালকাঠি বিকাশ ডিস্ট্রিবিউট অফিসে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশ:  ১৪ জানুয়ারি ২০১৮, ১৮:০৮
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি বিকাশ ডিস্ট্রিবিউট অফিসের জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নগদ টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়।শনিবার রাতে সদরের ডাক্তার পট্টি রোডস্থ বিকাশ ডিস্ট্রিবিউট অফিসে এ ঘটনা ঘটে।

অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদরের ডাক্তার পট্টি রোডস্থ ছত্তার টাওয়ারের ৩য় তলায় বিকাশ ডিস্ট্রিবিউট কার্যালয় প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় অফিস কার্যক্রম শেষে অফিস বন্ধ করে কর্মকর্তারা চলে যায়। পরদিন রোববার সকাল ৮টা ৩০ মিনিটের সময় অফিস খুলে পিয়ন দুলাল মালী দেখতে পান যে, অফিসের কাগজপত্র এলোমেলো ও ভোল্ট ভাঙা অবস্থায় পড়ে আছে।

সম্পর্কিত খবর

    ভোল্ট ভাঙা অবস্থায় দেখতে পেয়ে অফিসের পিয়ন দুলাল মালী হাউজের কর্মকর্তা মাহবুবুর রহমান (লিটু) ও সমির চক্রবর্তীকে ডাকাতির বিষয়টি অবহিত করেন। তারা খবর পেয়ে অফিসে এসে ভোল্ট ও ৩টি ড্রয়ারের তালা ভাঙা দেখতে পেয়ে নগদ অর্থ ডাকাতি বিষয়টি নিশ্চিত হন। এতে নগত ২৭ হাজার ১০০ শত টাকা ও অফিসের প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন অফিস কতৃপক্ষ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তারা।

    খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাইজুল ইসলাম ও উপ-পরির্দশক সরোয়ার হোসেন।

    উল্লেখ্য, এর পূর্বেও ঝালকাঠির ছত্রকান্দা থেকে বিকাশ ডিস্ট্রিবিউট অফিসের ২৭লক্ষ টাকা ছিনতাই হয়েছিল।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close