• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে কৃষিবিদ দিবস পালিত

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৫
ময়মনসিংহ প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষিবিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার বঙ্গবন্ধু স্মৃতি চত্ত্বরে পুষ্পস্তবক অর্পণ ও বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য কৃষিবিদ আবদুল মান্নান।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন শিক্ষক-কর্মচারীদের সংগঠন ও শাখা ছাত্রলীগ বঙ্গবন্ধু স্মৃতি চত্ত্বরে পুষ্পস্তবক থেকে আনন্দ র‌্যালি বের করে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কৃষিবিদ ইনিস্টিটিশন (কেআইবি) বাকৃবি শাখার সভাপতি কৃষিবিদ অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও সিন্ডিকেট সদস্য কৃষিবিদ আবদুল মান্নান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

সম্পর্কিত খবর

    সঞ্চালনা করেন কেআইবি বাকৃবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন। সভার মূলপ্রবন্ধে উপস্থাপন করেন কেআইবির যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. এ.কে. এম. জাকির হোসেন।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close