• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ছাত্রী নিপীড়ন অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা

প্রকাশ:  ১৬ মার্চ ২০১৮, ১৪:০০
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। গতকাল ১৫ মার্চ বিকাল ৩টা ২০ মিনিট নাগাত প্রতিবেদন রেজিস্ট্রার বরাবর জমা দেয়া হয় ।

গত ২৬ ফেব্রুয়ারি ফোকলোর বিভাগের শিক্ষার্থী আসমাউল হোসনা শান্তা কে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শামীম নিপীড়ন করেছে বলে অভিযোগ উঠে। সেই প্রেক্ষিত বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গঠন করে । কমিটিকে প্রথমে ৩ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলে কিন্তু তা সম্ভব হয় নি তদন্ত কমিটির । পরবর্তীতে তদন্ত কমিটি ৩ সপ্তাহের সময় চায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পরে প্রশাসন শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিত তা কমিয়ে ১০ কর্মদিবস সময় দেয় ।

সম্পর্কিত খবর

    তদন্ত প্রতিবেদন জমার বিষয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর এবং সহকারী প্রক্টর ও তদন্ত কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম নিশ্চিত করেছেন ।

    উল্লেখ্য, তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে কি হবে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত। আগামী রবি অথবা সোমবার নাগাত প্রকাশ পেতে পারে এই তদন্তের রায় ।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close