• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মুন্সীগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিশু নিহত

প্রকাশ:  ১৭ মার্চ ২০১৮, ২০:১৮
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর ছাত্র আরাফাত হোসেন ফকির (১০) নিহত হয়েছে।

শনিবার বিকাল ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর

    স্থানীয় সুত্রে জানাগেছে, শনিবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিণ চরমশুরায় গ্রামে শিশুদের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাকবিতন্ডতা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে শাহআলম মাদবরের ছেলে রাতুল মাদবর (১২)সহ কয়েকজন মিলে আরফাত হোসেন ফকিরকে মারধর করে । এসময় নারিকেল গাছে ডালা দিয়ে মাথায় আঘাত করলে আরাফাত মাটিতে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে শিশুটি মারা যায়। নিহত আরাফাত হোসেন ফকির দক্ষিণ চরমশুরা গ্রামের আহসান উল্লাহ ফকিরে ছেলে।

    মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, এঘটনায় একটি হত্যা মামলার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনে আওতায় আনা হবে।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close