• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চুয়াডাঙ্গার ২ কোটি টাকা মূল্যের ইউএস ডলারসহ আটক ৮

প্রকাশ:  ১৮ মার্চ ২০১৮, ১৯:৪৫
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে প্রায় ২ কোটি টাকার ইউ এস ডলার সহ ৮ জন বাংলাদেশী পাসর্পোটধারী যাত্রী আটক করেছে বিজিবি ।

রোববার সকাল ৭ টার দিকে দর্শনা জয়নগর চেকপোষ্ট এলাকা থেকে তাদের কে আটক করা হয়।

সম্পর্কিত খবর

    চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়নের পরিচালক মো: ইমাম হাসান রোববার দুপুর ৩ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শনিবার সকালে বাংলাদেশী পাসপোর্টধারী শরিয়তপুর জেলার নড়িয়া থানার ইশ্বরকাঠী গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান (৪৮), মাদারীপুর জেলার মাদারীপুর থানার শ্রীনাদি গ্রামের বাদশা মাতাব্বরের ছেলে মোঃ উজ্জ্বল আহমেদ (৩১),একই জেলার শিবচর থানার জাদুয়ারচর গ্রামের মৃত সামাদ মুন্সি ছেলে মোঃ আব্দুর রাজ্জাক(৪৫), রাজৈর থানার শংকরদী গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ আব্দুল হান্নান(৩৮), ঢাকা জেলার শ্যামপুর থানার শ্যামপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ আনিসুর রহমান (২৯), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ আতিকুল রহমান(৩১), গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার বিশ্বম্ভবদী গ্রামের ফজলুর রহমানের ছেলে মোঃ হেদায়েত আলী(৪০), লক্ষীপুর জেলার রামগঙ্গ থানার বাহাদুর গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ আল আমিন(২৮) ভারত থেকে বিজনেস ভিসায় বাংলাদেশে প্রবেশ করে বিজিবি চেকপোস্ট পার হয়ে কাষ্টমস তল্লাশী শেষে ইমিগ্রেশন কাজ শেষ করে সীমান্ত এলাকায় অবস্থান করছিল।

    এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৭ টার দিকে জয়নগর চেকপোষ্টের নিকট বিশেষ অভিযান পরিচালনা করে ওই ৮ জনকে ১১ টি ল্যাগেজসহ আটক করে যাত্রীদের ল্যাগেজ তল্লাশিকালে ০৪ টি স্কুল ব্যাগে ২ লক্ষ ১৬ হাজার ১ শ ইউএস ডলার, যা বাংলাদেশী টাকায় ১ কোটি ৭৯ লক্ষ ৭৫ হাজার ১ শ ৯৮ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়া ভারতীয় উন্নতমানের পাঞ্জাবী ২৭ টি, উন্নতমানের শার্ট ১৮ টি, উন্নতমানের জিন্সের প্যান্ট ১৬ টি, উন্নতমানের কাতান শাড়ি ১৬ টি, উন্নতমানের থ্রীপিস ৩০ টি, ওয়ান পিস ২১ টিব্রা ১১০ টি,থান কাপড় ১৬ মিটার,পন্ড¯ ফেসওয়াশ ৪৬ টি, কাজু বাদাম ১ কেজি, ট্যাং (৫০০ গ্রাম)০২ প্যাকেট,বিস্কুট (গারমেট)০১ বাটি,সার্ফ এক্সেল (১ কেজি) ২ প্যাকেট,ক্যালেন্ডার ১ টি উদ্ধার করা হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১ কোটি ৮৪ লক্ষ ৭৪ হাজার ৭ শ ৯৮ টাকা।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close