• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে আসছে আমের গুটি

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৮, ১৩:১০
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের গাছে গাছে মুকুল থেকে দানা বাঁধছে আমের গুটি। দেরীতে হলেও জেলার প্রায় ৯০ শতাংশ গাছে মুকুল আসার পর গুটি দেখে আশায় বুক বাঁধছেন চাষীরা। শুরু করেছেন পরিচর্যা।

গুটির পরিমাণ সন্তোষজনক হলেও আবহাওয়া অনুকুলে থাকলে চলতি মৌসুমে ভাল ফলন হবে বলছেন কৃষি বিভাগ। ছবিটি সোমবার দুপুরে জেলা সদরের হুজরাপুর থেকে তোলা। বর্তমানে জেলায় প্রায় ৩০ হাজার হেক্টর জমিতে প্রায় ২৩ লক্ষ জাতীয় বৃক্ষ ‘আমগাছ’ রয়েছে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ম্যাংগো প্রডিউসারস মার্চেন্টস এসোসিয়েসন সভাপতি সাবেক এফবিসিসিআই পরিচালক আব্দুল ওয়াহেদ জেলার শিবগঞ্জে এক আমচাষী প্রশিক্ষণে বলেন,চলতি মৌসুমে জেলায় ১ হাজার কোটি টাকা মূল্যের ৫ লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হবে। কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা এর কিছু কম।

সম্পর্কিত খবর

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close